উখিয়া আর্মি ক্যাম্পের যৌথ বাহিনী চেকপোষ্টে বিপুল পরিমান ইয়াবাসহ ০২ পাচারকারীকে আটক
২০ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখে গোপন তথ্যের ভিত্তিতে আনুমানিক ১২০০ ঘটিকায় উখিয়া আর্মি ক্যাম্প এর যৌথবাহিনী চেকপোষ্টে একটি সিএনজি তল্লাশি করতে গেলে সিএনজিটি নির্দেশনা অমান্য করে পালিয়ে যেতে উদ্যত হয়। এমতাবস্থায়, চেকপোস্টে কর্তব্যরত সেনাসদস্য কর্তৃক সিএনজি চালক এবং তার সহযোগী যাত্রীকে আটক করা হয়।
পরবর্তীতে উক্ত সিএনজি তল্লাশি করে মাদক ব্যবসায়ী মোহাম্মদ হেলাল উদ্দিন এবং তার সহযোগী জলু মিয়াকে সিএনজির পেছনে বিশেষভাবে লুকায়িত অবস্থায় *৯৯৩৫ পিস ইয়াবাসহ* আটক করা হয়। এই বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে উদ্ধারকৃত ইয়াবা এবং মাদক ব্যবসায়ীদের জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর নিকট হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
*উদ্ধারকৃত মাদক ও অন্যান্য দ্রব্যাদি:*
ক। ৯৯৩৫ পিস বার্মিজ ইয়াবা
খ। ০২ টি বাটন ফোন
*আটককৃত আসামীর ঠিকানা:*
ক। নামঃ হেলাল উদ্দিন
পিতাঃ জালাল উদ্দিন
মাতাঃ রাবেয়া বেগম
হিজলিয়া রাজাপালং ০৪ নং ওয়ার্ড উখিয়া কক্সবাজার
মোবাইল নং ০১৮৮৩১৬৮০৪৬
খ। নামঃ জলু মিয়া
পিতাঃ মৃত নুর আহমেদ
রাজাপালং ২ নং ওয়ার্ড
উখিয়া কক্সবাজার
মোবাইল নং ০১৮৮৬৩১৪৬৫৩
বর্তমানে কক্সবাজারের উখিয়া টেকনাফ এলাকায় মাদকের বিস্তার রোধে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। স্হানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় পরিচালিত মাদকের এই ভয়াল থাবার বিস্তারে দেশের যুবসমাজ ক্রমান্বয়ে ধ্বংসের পথে ধাবিত হচ্ছে।
এ ব্যাপারে প্রশাসন ও জনপ্রতিনিধিদের আশু ব্যবস্থা গ্রহন অত্যন্ত জরুরী।