
বাংলাদেশ রিপোর্টার্স কাউন্সিল বিআরসি’র আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত।
বাংলাদেশ রিপোর্টার্স কাউন্সিল বিআরসি’র আহবায়ক কমিটির পরিচিতি সভা অদ্য ২২ আগস্ট শুক্রবার বিকালে ৩২ পুরানা পল্টনে অনুষ্ঠিত হয়।কাউন্সিলের আহবায়ক টি এইচ এম জাহাঙ্গীর এর সভাপতিত্বে ও সদস্য সচিব মো: বিল্লাল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধির জন্য ওয়ার্কিং,গঠনতন্র ও ওরগানাইজিং উপকমিটি গঠন করা হয়।বিআরসি’র সাংগঠনিক কার্যক্রম বাংলাদেশের প্রতিটা জেলায় বিস্তৃত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় উপস্হিত ছিলেন বিআরসি’র যুগ্ম আহবায়ক মো: রফিক উল্লাহ সিকদার,মো:ওমর ফারুক জালাল, খিলগাঁও প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা-সভাপতি এবং KPC news media Limited এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ পাপ্পু চৌধুরী ,সোহেলী,হারুন অল কবির নিক্সন,খন্দকার জিল্লুর রহমান,আব্দুল আউয়াল সিতু,অর্থ সচিব সিদ্দিকুর রহমান,নির্বাহী সদস্য এফ এইচ অপু,মো: আমিরুল ইসলাম,নোমান রহমান,তাইফুর রহমান,জাকির হোসেন,কামরুল ইসলাম,আল ইহসান,সঞ্জয় মোদক,সেলিনা আক্তার ইতি,মো: সাজিদ,মো: সাজেদুল হক ডিউক,মো: এ কে ফজলুল হক সুমন,এস এম ফয়সল আহমদ,মো: সিকান্দর আলী,এস এম শাহ জালাল প্রমুখ।