খুলনার ফুলতলায় চাঁদাবাজির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত
আশরাফুল ইসলাম
খুলনার ফুলতলা উপজেলায় চাঁদাবাজির অভিযোগে গণপিটুনিতে আলমগীর হোসেন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
শনিবার (২০ সেপ্টেম্বর) বিকালে উপজেলার জামিরা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আলমগীর হোসেন খুলনার ডুমুরিয়া উপজেলার ধামালিয়া ইউনিয়নের টোলনা গ্রামের হায়দার সরদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকালে জামিরা বাজার এলাকায় আলমগীর হোসেন চাঁদাবাজির চেষ্টা করলে ক্ষুব্ধ হয়ে ওঠে এলাকাবাসী। একপর্যায়ে স্থানীয়রা তাকে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে ফুলতলা থানা পুলিশ জানায়, নি*হ*তের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।