
মাওঃ আবুল হাসেম বীরগঞ্জ নুরুল উলুম কওমী হাফিজিয়া মাদ্রাসার পুনরায় মুহতামিম।
রনজিৎ সরকার রাজ
১৬ সেপ্টেম্বর মঙ্গলবার বাদ এশা মাদ্রাসা অফিস কক্ষে নব গঠিত কমিটির দ্বিতীয় সভা ও পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়েছে।
জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক, বীরগঞ্জ ইটভাটা মালিক সমিতি ও মাদ্রাসার বর্তমান সভাপতি মোঃ রেজওয়ানুল ইসলাম রিজু’র সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম আযম কাজলের পরিচালনায় সভাটি অনুষ্ঠিত হয়।
সহ-সভাপতি আলহাজ্ব আমিরুল বাহার, আলহাজ্ব আব্দুর রহিম প্রধান, কোষাধ্যক্ষ আলহাজ্ব মিনহাজুল আলম, সদস্য ডা: আলহাজ্ব নজমুল ইসলাম, মোস্তফা কামাল, খায়রুল ইসলাম, আলহাজ্ব নেছারুদ্দীন জিএস, নাসিম সরকার, মোহাম্মদ আলী (এন ইসলাম), নমিরুল ইসলাম চৌধুরী সেনা, লাইসুর রহমান লিপুসহ দ্বীনদার ব্যক্তিরা সভায় বক্তব্য রাখেন।
বিগত মাদ্রাসা পরিচালনা কমিটি অন্যায় ভাবে এবং কতিপয় ব্যক্তির হীনস্বার্থ বাস্তবায়ন করার লক্ষ্যে মাদ্রাসার দীর্ঘদিনের সুদক্ষ ও যোগ্য মহতামিম মাওলানা আবুল হাসেম কে পদ থেকে নামিয়ে সাধারণ শিক্ষক হিসাবে কর্মরত রাখায় শিক্ষার পরিবেশ ও মাদ্রাসা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে মর্মেও বক্তারা উল্লেখ করেন।
তাই মাওলানা আবুল হাসেম কে পুনরায় তার পদে বহাল করা হয়েছে।
তাছাড়া একই ভাবে চাকুরিচ্যুৎ অন্য দুইজন শিক্ষক কে পুনর্বহাল এবং টিআর শিক্ষক প্রতিনিধি মনোনয়নের জন্যও আলোচনা হয়েছে।
সদস্যদের এক প্রশ্নের জবাবে সভাপতি উল্লেখ করেন মাদ্রাসার উন্নয়ন পরিকল্পনায় নিয়মিত সভা সমাবেশ করা হবে যদি কোন সদস্য একাধারে তিনটি মিটিংয়ে অনুপস্থিত থাকেন তবে তাকে বাদ দিয়ে তার স্থলে হিতৈশী ব্যক্তিকে নিযুক্ত করা হবে।
তিনি আরও বলেন আমাদের মাদ্রাসাটি উত্তরবঙ্গের একটি সুনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, এই বিদ্যাপিঠের সুনাম ফিরিয়ে আনতে সবাইকে আন্তরিক হয়ে এক সাথে কাজ করতে হবে, কোন প্রকার ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না।