প্রবাসীদের অধিকার নিশ্চিত না করা হলে, প্রবাসীরা তাদের অধিকার প্রতিষ্ঠা করতে পারবে না
সেপ্টেম্বর ১৮, ২০২৫
আইন-আদালত
প্রবাসীদের অধিকার নিশ্চিত না করা হলে, প্রবাসীরা তাদের অধিকার প্রতিষ্ঠা করতে পারবে না
হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ প্রবাসীদের স্বার্থ রক্ষায় প্রবাসী ট্রাইবুনাল গঠনের প্রয়োজনীয়তা তুলে ধরেন এইচআরপিবির প্রেসিডেন্ট এডভোকেট মনজিল মোরসেদ । ফ্রান্সের প্যারিসে প্রবাসীদের মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন।খবর আইবিএননিউজ।
গত বুধবার,১৭ সেপ্টেম্বর ফ্রান্সের প্যারিসের অবারভিলে “আমার বাংলা” হলে সন্ধ্যা সাতটারয় প্রবাসীদের এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা জনকল্যাণ সমিতির প্রেসিডেন্ট বিল্লাল হোসেন জামাল। সভা পরিচালনা করেন কমিউনিটি ব্যক্তিত্ব আশরাফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এইচআরপিবির সুইডেন শাখার সভাপতি গোলাম রাব্বানী।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এইচআরপিবি কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট এডভোকেট মনজিল মোরসেদ।
প্রধান অতিথির বক্তৃতায় এডভোকেট মনজিল মোরসেদ বলেন, প্রবাসীদের দেশে বিভিন্ন সমস্যা সম্পর্কে আলোকপাত করে বলেন, বাংলাদেশের আইনগত জটিলতা ও দীর্ঘসূত্রিতা কারণে প্রবাসীরা তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। দেশে তাদের বিনিয়োগ, সম্পত্তি অনেক ক্ষেত্রে ঝুঁকিতে পরে এবং দেশ ভ্রমন কালে প্রবাসীদের হয়রানি ও অধিকার লংঘন এর ক্ষেত্রে প্রবাসীরা স্বল্প সময় আইনি প্রতিকার থেকে বঞ্চিত হচ্ছে। এডভোকেট মোরসেদ বলেন, প্রবাসীদের অধিকার নিশ্চিত না করা হলে প্রবাসীরা তাদের অধিকার প্রতিষ্ঠা করতে পারবে না।
সভায় কমিউনিটি নেতা আশরাফুল ইসলাম বলেন প্রবাসীরা বিদেশ থেকে ভোট দিতে চান এবং প্রবাসীদের ট্রাইবুনাল গঠনের দাবীতে সকলকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান। সভায় আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান, হবিগঞ্জ জেলা ফ্রান্স বিশিষ্ট রাজনীতিক শাহজাহান শাহী, নরসিংদী জেলা সভাপতি আজম খান, ঢাকা বিভাগ সমিতির নেতা আসাদুজ্জামান সুমন, বরিশাল কমুউনিটি ফ্রান্স সমিতির সহসভাপতি আমিনুর রহমান ফারুক। সভায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভার সভাপতির বক্তব্যে বিল্লাল হোসেন জামাল বলেন, প্রবাসীরা সব আমলেই নিগৃহীত হয়। তিনি বলেন প্রবাসীদের ভোটের অধিকার পূর্নাঙ্গভাবে প্রতিষ্ঠিত করা দরকার কিন্তু বিভিন্ন রাজনৈতিক সমীকরনে তা করা হচ্ছে না। তিনি সকল প্রবাসীদের প্রবাসী ট্রাইবুনাল গঠনের পক্ষে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।