1. live@www.kpcnewsmedialimited.online : News_AdMIN : KPC news media Limited KPC news media Limited
  2. info@www.kpcnewsmedialimited.online : KPC NEWS Media Limited :
সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ১২:২৮ পূর্বাহ্ন

বাংলাদেশি তরুণ রোজারিও হত্যায় দুই পুলিশ অভিযুক্ত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০ বার পড়া হয়েছে

বাংলাদেশি তরুণ রোজারিও হত্যায় দুই পুলিশ অভিযুক্ত

হাকিকুল ইসলাম খোকন,

নিউইয়র্কের কুইন্সে ১৯ বছরের বাংলাদেশি তরুণ উইন রোজারিওকে গুলি করে হত্যার ঘটনায় দুই এনওয়াইপিডি কর্মকর্তার বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ এনেছে সিভিলিয়ান কমপ্লেইন্ট রিভিউ বোর্ড (সিআিরবি)।
২০২৪ সালের সেই ঘটনায় অভিযুক্ত দুই কর্মকর্তা হলেন সালভাতোরে অ্যালঙ্গি ও ম্যাথিউ সিয়ানফ্রকো। বোর্ড তাদের বিরুদ্ধে অতিরিক্ত বলপ্রয়োগ ও ক্ষমতার অপব্যবহারসহ মোট আটটি অভিযোগ প্রমাণ করেছে। বোর্ডের রায় অনুযায়ী, কর্মকর্তাদের বিরুদ্ধে প্রশাসনিক বিচার হতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন এনওয়াইপিডি কমিশনার।
উইনের মা নোটান ইভা কস্তা এক বিবৃতিতে বলেন, ‘আমার চোখের সামনে অ্যালঙ্গি ও সিয়ানফ্রকো আমার ছেলেকে হত্যা করেছে। আমি ও আমার আরেক ছেলে প্রায় নিহত হতে বসেছিলাম। প্রতিদিন আমি ছেলেকে মিস করি। আমার হৃদয় এখনো ভাঙা।’
বডি-ক্যামেরার ফুটেজে দেখা যায়, কর্মকর্তারা রোজারিওর ওজোন পার্কের অ্যাপার্টমেন্টে প্রবেশ করে রান্নাঘরে যান। মানসিক সংকটে থাকা রোজারিও রান্নাঘরের ড্রয়ার থেকে কাঁচি বের করলে অ্যালঙ্গি টেসার ব্যবহার করেন। কস্তা প্রথমে কাঁচি সরিয়ে ফেললেও রোজারিও আবার সেটি তুলে নেন। এরপর সিয়ানফ্রকো প্রথমে হাতে গুলি চালান এবং পরে বুক লক্ষ্য করে একাধিকবার গুলি করে তাকে হত্যা করেন।
পুলিশ বেনেভোলেন্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট প্যাট্রিক হেনড্রি বোর্ডের সিদ্ধান্তকে নাকচ করে বলেন, ‘এই বোর্ডে অনেক সদস্য আছেন যারা অ্যান্টি-পুলিশ কর্মীদের প্রভাবে কাজ করেন। কর্মকর্তাদের পদক্ষেপ বিভাগীয় নীতির ভেতরেই ছিল।’
সিসিআরবি মুখপাত্র ডাকোটা গার্ডনার জানান, ‘বোর্ড নিউইয়র্কবাসীর প্রতি দায়িত্বকে গুরুত্বের সঙ্গে নেয় এবং সব প্রমাণ পর্যালোচনা করেই সিদ্ধান্তে পৌঁছেছে।’
এনওয়াইপিডি মুখপাত্র ব্র্যাড উইকস বলেন, পুলিশের ফোর্স ইনভেস্টিগেশন ডিভিশন ঘটনাটি নিয়ে এখনো তদন্ত চালিয়ে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট