
মনোহরগঞ্জ উপজেলায় ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কর বিতরণ অনুষ্ঠিত
মোঃ আবুল
গ্রীষ্মকাল বা গরমের ছুটির সময় স্কুল, মাদ্রাসা ও কলেজের শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলা তথা ক্রিড়া প্রতিযোগিতা আয়োজন করা হয়।
সে লক্ষ্য কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে, তিনদিন ব্যাপি মাদ্রাসা, স্কুল গুলোতে প্রতিযোগিতা শেষে আজ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইলাল খেলা শেষে পুরস্কার বিতরণ হয়। মঙ্গলবার বিকেলে মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ, মাঠে উপজেলা নির্বাহী অফিসার গাজালা পারভীন রুহির সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ বিপুল চন্দ্র দে, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কবির হোসেন, মনোহরগঞ্জ সরকারি স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ আবদুল মতিন, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি নুরুল ইসলাম মিন্টু, সাধারণ সম্পাদক আবদুল আউয়াল। এসময় উপস্থিত ছিলেন, সাবেক সাধারণ সম্পাদক আবু নছর মোঃ সালেহ মজুমদার, পঞ্চগ্রাম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম, মনোহরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আবু ইউসুফ, সাধারণ সম্পাদক জিএম আহসান উল্লাহ,সহসভাপতি মোঃ আবুল খায়ের, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ। অনুষ্ঠানে বিভিন্ন খেলাধূলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ফুটবল টুর্নামেন্ট পরিচালনা করেন উপজেলা শারীরিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নুরনবী চৌধুরী সেলিম এবং খেলায় সার্বিক সহযোগিতা করেন মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের সিনিয়র শিক্ষক মোঃ ইসমাইল হোসেন বিএসসি।
উল্লেখ্য যে, ক্রিড়া প্রতিযোগিতার ফাইনাল খেলায় লক্ষনপুর নুরুল হক উচ্চ বিদ্যালয়, নাথেরপেটুয়া উচ্চ বিদ্যালয়কে এক শূন্য গোলে পরাজিত করে বিজয়ী হন।