অবৈধ সরকারের ব্যর্থতায় জাতিসংঘে অপমানিত বাংলাদেশ
হাকিকুল ইসলাম খোকন,
বাংলাদেশ আজ চরম অপমানের শিকার। জাতিসংঘের ৮০তম অধিবেশনে প্রতিনিধি দল অংশ নিলেও জাতিসংঘ প্রাঙ্গণে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি। স্বাধীনতার পর এই প্রথমবার এমন লজ্জাজনক ঘটনা ঘটলো। কেন? কারণ বিশ্ব জানে বাংলাদেশের বর্তমান শাসকগোষ্ঠী সংবিধানবিরোধী, অবৈধ এবং অযোগ্য।
যে সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়, যে সরকার দুর্নীতি, লুটপাট, আর বিদেশি স্বার্থরক্ষায় ব্যস্ত—তাদের জন্য জাতিসংঘের দরবারে পতাকা না ওঠাই স্বাভাবিক। বিশ্ব আজ বাংলাদেশকে নয়, বরং এই দখলদার গোষ্ঠীকে প্রত্যাখ্যান করেছে। অথচ দুর্ভাগ্যজনকভাবে দেশের সাধারণ মানুষ এখনো বুঝতে পারছে না এই অপমানের গভীরতা।
অর্থনীতি ধ্বংসের পথে, আইন-শৃঙ্খলা ভেঙে পড়েছে, বিদেশি বিনিয়োগকারীরা পালিয়ে যাচ্ছে—এরপরও অবৈধ সরকার ক্ষমতা আঁকড়ে বসে আছে। এই সরকারের হাতে বাংলাদেশ নয়, বরং একদল দুর্নীতিবাজ, জঙ্গী-ঘেঁষা এবং রাষ্ট্রদ্রোহী দখলদারের স্বার্থ রক্ষা হচ্ছে।
জাতিসংঘ প্রমাণ করেছে বাংলাদেশের মানুষ সম্মান পায়, কিন্তু অবৈধ শাসকগোষ্ঠী নয়। এই সরকার শুধু দেশের নাম কলঙ্কিত করছে না, জনগণের মাথাও হেয় করছে বিশ্ব দরবারে।
এখন সময় এসেছে জনগণকে জেগে ওঠার। অবৈধ শাসকদের গদি থেকে নামাতে না পারলে বাংলাদেশ আরও অপমানিত হবে, আরও ধ্বংস হবে। এই দখলদারদের হাতে দেশ নিরাপদ নয়। জনগণের একটাই পথ—অবৈধ সরকারকে উৎখাত করে একটি বৈধ, সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করা। তখনই বাংলাদেশ আবারও মাথা উঁচু করে দাঁড়াতে পারবে বিশ্বমঞ্চে।