1. live@www.kpcnewsmedialimited.online : News_AdMIN : KPC news media Limited KPC news media Limited
  2. info@www.kpcnewsmedialimited.online : KPC NEWS Media Limited :
সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ১২:৩৩ পূর্বাহ্ন

১ অক্টোবর বিজয়া দশমী : ২৭ সেপ্টেম্বর দুর্গোৎসব শুরু

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে

১ অক্টোবর বিজয়া দশমী : ২৭ সেপ্টেম্বর দুর্গোৎসব শুরু

হাকিকুল ইসলাম খোকন,
শারদীয় দুর্গোৎসব শুরু হচ্ছে আগামী ২৭ সেপ্টেম্বর। শেষ হবে ১ অক্টোবর। মহাষষ্ঠীর মাধ্যমে দুর্গোৎসব শুরু হবে আর শেষ হবে বিজয়া দশমীর মধ্য দিয়ে। দুর্গাপূজার অনুষ্ঠানের মধ্যে রয়েছে দেবীর ষষ্ঠী বিহিত পূজা বোধন, আমন্ত্রণ ও অধিবাস, দেবীর সপ্তমী বিহিত পূজা ও অঞ্জলি, দেবীর অষ্টমী বিহিত পূজা ও অঞ্জলি, অর্ধরাত্রি বিহিত পূজা, দেবীর সন্ধি পূজা, দেবীর নবমী বিহিত পূজা ও অঞ্জলি, দেবীর দশমী বিহিত পূজা, এরপর বিজর্সন। পূজার দিনগুলোতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। ২১ সেপ্টেম্বর শুভ মহালয়া অনুষ্ঠিত হবে।
এদিকে নিউইয়র্কে বেশ জোরেশোরেই পূজার প্রস্তুতি চলছে। সিটিসহ নিউইয়র্কের বিভিন্ন এলাকা, নিউজার্সিসহ যেসব স্থানে হিন্দু ধর্মাবলম্বীরা রয়েছেন, সেসব এলাকার বিভিন্ন মন্দিরের পরিচালনা পরিষদের উদ্যোগে পূজার আয়োজন করা হচ্ছে। সেই সঙ্গে অনেকেই নিজ নিজ বাসাবাড়িতেও পূজার আয়োজন করবেন। পূজা উপলক্ষে অনেকেই বাসাবাড়িতে বন্ধু, আত্মীয়স্বজন ও শুভাকাক্সক্ষীদের আমন্ত্রণ জানাবেন।
জ্যামাইকার ১৬২ স্ট্রিটে শ্রীকৃষ্ণ মন্দিরে শ্রী ভক্ত সংঘ ইউএসএ ইনকের আয়োজনে পূজার অনুষ্ঠান হবে। ২৭ সেপ্টেম্বর রাত সাড়ে আটটায় দেবীর ষষ্ঠী বিহিত পূজা বোধন, আমন্ত্রণ ও অধিবাস; ২৮ সেপ্টেম্বর সকাল নয়টা থেকে ১১টার মধ্যে দেবীর সপ্তমী বিহিত পূজা ও অঞ্জলি; ২৯ সেপ্টেম্বর সকাল নয়টা থেকে এগারোটার মধ্যে দেবীর অষ্টমী বিহিত পূজা ও অঞ্জলি, রাত ১২টা ৩৬ থেকে ১.২৪ পর্যন্ত অর্ধরাত্রি বিহিত পূজা, রাত ৪.৩১ মিনিটে দেবীর সন্ধি পূজা; ৩০ সেপ্টেম্বর সকাল নয়টা থেকে বেলা ১১টার মধ্যে দেবীর নবমী বিহিত পূজা ও অঞ্জলি, ১ অক্টোবর সকাল নয়টা থেকে ১১টার মধ্যে দেবীর দশমী বিহিত পূজা, এরপর প্রতিমা বিসর্জন। দুর্গাপূজা উদযাপন কমিটি পূজা আয়োজনের পাশাপাশি পূজার দিনগুলোতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবে। এদিকে এর আগে ২১ সেপ্টেম্বর ভোর পাঁচটায় শুভ মহালয়া অনুষ্ঠিত হবে।খবর আইবিএননিউজ।
শুভ মহাপ্রলয়া উপলক্ষে ২১ সেপ্টেম্বর ভোর সাড়ে তিনটায় শ্রীশ্রী হরি মন্দিরে হরিচাঁদ গুরুচাঁদ আন্তর্জাতিক মতুয়া মিশন ইনক তিথি ও বিধি মোতাবেক শুভ মহাপ্রলয়া উদযাপন করবে। থাকবে রচনা, চণ্ডী পাঠ, শ্লোক পাঠ, সংগীত, শঙ্খ, মন্দিরাসহ বিভিন্ন পরিবেশনা। অনুষ্ঠানটি শ্রীশ্রী হরি মন্দির থেকে সরাসরি সম্প্রচার করা হবে।
শ্রীশ্রী হরি মন্দিরে হরিচাঁদ গুরুচাঁদ আন্তর্জাতিক মতুয়া মিশন ইনকের উদ্যোগে ২৭ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত শ্রীশ্রী শারদীয়া দুর্গোৎসব হবে। প্রতিদিন পূজা সকাল নয়টায় শুরু হবে। অঞ্জলি দুপুর ১২টায় এবং আরতি সন্ধ্যা সাড়ে সাতটায়। ২৭ সেপ্টেম্বর মহা ষষ্ঠীতে ষষ্ঠী বিহিত পূজা, কল্পারম্ভ, অকাল বোধন ও অধিবাস; ২৮ সেপ্টেম্বর মহা সপ্তমীতে সপ্তমী বিহিত পূজা, দেবীর নব পত্রিকা পূজা ও কলাবউ পূজা; ২৯ সেপ্টেম্বর মহা অষ্টমীতে অষ্টমী বিহিত পূজা, সন্ধি পূজা ও কুমারী পূজা অনুষ্ঠিত হবে। ৩০ সেপ্টেম্বর মহা নবমীতে রয়েছে নবমী বিহিত পূজা, বলিদান ও নবমী যজ্ঞ এবং ১ অক্টোবর বিজয়া দশমীতে দশমী বিহিত পূজা, দুর্গা বিসর্জন, বিজয়া দশমী ও সিঁদুর দান উৎসব। অনুষ্ঠানে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক পরিবেশনা থাকবে। এর মধ্যে যাত্রাপালাও রয়েছে। যাত্রাপালা অনুষ্ঠিত হবে ৪ অক্টোবর।
শ্রীশ্রী গৌর নিতাই মন্দিরে দুর্গোৎসবের আয়োজন করা হয়েছে। এখানে এবার ২৫তম পূজা অনুষ্ঠিত হবে। ২৭ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত এই পূজা উৎসব হবে। সেখানে সবাইকে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। এ ছাড়া বিভিন্ন সংগঠন ও মন্দিরের উদ্যোগে পূজার আয়োজন করা হচ্ছে।

জ্যামাইকায় শারদ মেলা
গ্রীষ্মের শেষে দুর্গাপূজার আগে নিউইয়র্কে অনুষ্ঠিত হলো শারদ মেলা। বাঙ্গালীয়ানার আয়োজনে মেলায় প্রায় ৩০ জন উদ্যোক্তা তাদের বিভিন্ন পণ্যসামগ্রী প্রদর্শন করনে। মেলায় দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মেলায় তৈরি পোশাক, গহনা, শাড়ি, পাঞ্জাবিসহ নানা পোশাকের আয়োজন ছিল। বাঙ্গালীয়ানা গত ৪ বছর যাবৎ এই মোলার আয়োজন করে আসছে। এবারের মেলাটি নিউইয়র্কের সাটপিনের আল আকসা পার্টি সেন্টারে অনুষ্ঠিত হয়। শারদ মেলার টাইটেল স্পন্সর ছিল উৎসব গ্রুপ। গ্র্যান্ড স্পন্সর এম্পায়ার কেয়ার হোম কেয়ারের কর্ণধার এবং প্রবাসের অন্যতম রিয়েল এস্টেট ব্যবসায়ী নুরুল আজিম, পাওয়ার্ড বাই অ্যাটর্নি মইন চৌধুরীর ল’ ফার্ম। অনুষ্ঠানের অন্যতম আয়োজক ডালিয়া চৌধুরী জানান, তারা চেষ্টা করেন বাংলার সংস্কৃতি ও ঐতিহ্য প্রবাসে বসবাসরত প্রবাসী বাঙালিদের মাঝে ছড়িয়ে দিতে। অনুষ্ঠানে গান-নাচের আয়োজন করা হয়। গান পরিবেশন করেন রেশমী গোস্বামী, উদীত্ত চৌধুরী, তমা চক্রবর্তী, বিসা বর্মণ, ‍পিংকি চৌধুরীসহ আরও অনেক প্রবাসী শিল্পী। নৃত্য পরিবেশ করেন ঋতৃকা, জয়া, অনিন্দিতা, স্নেহা, শশী, স্বস্তিকা, স্পৃহা, আরশী, রিধি। পুরো অনুষ্ঠান উপস্থাপন করেন উৎপল চৌধুরী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট