
সূত্রোক্ত জিডি মূলে ২৪/০৯/২০২৫খ্রিঃ তারিখ এস.আই(নিঃ) মুহাম্মদ আরিফুল আলম সঙ্গীয় অফিসার ফোর্সসহ রাত্রিকালীন নৌ টহলকালে ২২.৩০ ঘটিকার সময় থানা হইতে অফিসার ইনচার্জ কর্তৃক জরুরী সেবা ৯৯৯ এর বরাতে কর্ণফুলী থানাধীন শিকলবাহা সিএনএ এগ্রো লিমিটেড পাশর্^বর্তী এসআলম ১নং জেটি সংলগ্ন কর্ণফুলী নদীতে অজ্ঞাতনামা পুরুষ এর মৃতদেহ আটকে আছে সংবাদ পাইয়া একই তারিখ সঙ্গীয় ফোর্সসহ তিনি ২৩.২০ ঘটিকায় উল্লেখিত ঘটনাস্থলে উপস্থিত হইলেও মৃতদেহ না পাইয়া নদীর কিনারে থাকা ময়লার স্তূপে অনেক খোঁজাখুঁজি করেন। পরবর্তীতে ইং ২৫/০৯/২৫ তারিখ ০২.২০ ঘটিকার সময় অজ্ঞাতনামা পুরুষ, বয়স অনুমান ৩৫/৪০ বছর ব্যক্তির মৃতদেহ মুখ মাটির/নিচের দিকে, গায়ে একটি মেরুন রংয়ের টি-শার্ট, যাহাতে চেলসির লোগো আছে এবং সবুজ ও সাদা চেকের হাফ প্যান্ট আছে। গলা ফোলা, গলায় দঁড়ি পেঁচানো, ডান পায়ে কাপড় বাঁধা, জিহ্বা বাহির হওয়া এবং কামড় দেওয়া অবস্থায়, চোখ দুটো ফুলে বাহির হওয়া অবস্থায়, গলার চেইন চোখের উপর দিয়ে পেঁচানো, মাথায় সামনের দিকে চুল নাই, পিছন দিকে হালকা চুল আছে, বাম হাতের অনামিকা আঙুলে ছোট সাইজের রিং পরিহিত অবস্থায় পাইয়া উপস্থিত সাক্ষীগনের মোকাবেলায় ও সহায়তায় বিধি মতে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়। উপস্থিত লোকজনের মাধ্যমে লাশটি সনাক্ত করার চেষ্টা করেন, কিন্তু কেউ সনাক্ত করতে পারে নাই। মৃতদেহটি অর্ধ পচনশীল হওয়ায় অঙ্গ প্রত্যঙ্গে দৃশ্যমান জখমের চিহ্ন পরিলক্ষিত হয়নি। লাশটির উচ্চতা অনুমান ৫ ফুট ৭ ইঞ্চি, মুখমন্ডল গোলাকার, ঠোট মুখমন্ডল ফোলা, নাক কান মুখ দিয়ে লালচে তরল পদার্থ র্নিগত হইতেছে। কাঁধ বুক পেট ফোলা অর্ধ পঁচনশীল, শরীরের বিভিন্ন অংশে লালচে দাগ পরিলক্ষিত হয়। শরীরের প্রায় অংশ আবার সাদা। আঙ্গুল মেলা অবস্থায়, কোমড় পুরুষাঙ্গ ফোলা, খতনা করা নাই। পা দুটো অস্থি পেশি শক্ত হয়ে অর্ধ বাঁকা অবস্থায়, পায়ের আঙ্গুল সোজাসুজি, হাত দুটো দুই পাশে ছড়ানো এবং পেশি শক্ত অবস্থায় আছে। সাক্ষীদের সহায়তায় মৃতদেহ ওলট পালট করিয়া দেখা হয়। আর কোন জখম পরিলক্ষিত হয় নাই। প্রাথমিক তদন্তে মৃত ব্যক্তিকে ২৫/০৯/২০২৫খ্রিঃ তারিখ ০২.২০ ঘটিকার পূর্বে যেকোন সময় অজ্ঞাতস্থানে কে বা কাহারা গলায় দড়ি পেঁচাইয়া হত্যা করিয়া গুম করার উদ্দেশ্যে কর্ণফুলী নদীতে ফেলে দেওয়ায় মৃতদেহ ভেসে ঘটনাস্থলে ভাসমান অবস্থায় ময়লার স্তূপে আটকে ছিল মর্মে ধারণা করা হইতেছে। ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহের নিমিত্তে পিবিআই কন্ট্রোলের সরকারী নম্বরে অবহিত করা হয়েছে। এ বিষয়ে অফিসার ইনচার্জসহ উর্দ্ধতন কর্তৃপক্ষের গোচরীভূত করা হইয়াছে। এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।