1. live@www.kpcnewsmedialimited.online : News_AdMIN : KPC news media Limited KPC news media Limited
  2. info@www.kpcnewsmedialimited.online : KPC NEWS Media Limited :
রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ০৫:১৯ পূর্বাহ্ন

নদী ও পরিবেশ নিরাপত্তার সংগঠন আমরা দূর্বার।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪ বার পড়া হয়েছে

নদী ও পরিবেশ নিরাপত্তার সংগঠন আমরা দূর্বার।

বিশ্ব নদী দিবস উপলক্ষে রাজধানীর প্রাণপ্রবাহ বুড়িগঙ্গা নদীর তীরে নদী ও পরিবেশ নিরাপত্তার সংগঠন আমরা দুর্বার এর উদ্যোগে আয়োজন করা হয় ব্যতিক্রমধর্মী কর্মসূচি। মোহাম্মদপুর থেকে মাদবরবাজার ঘাট পর্যন্ত নৌভ্রমণ শেষে ওয়াকওয়ের পাশ ঘেঁষে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন সংগঠনের নেতাকর্মীরা। এ সময় নদীর প্রতি ভালোবাসা ও পরিবেশ রক্ষার বার্তা পৌঁছে দেওয়া হয় স্থানীয় বাসিন্দা ও পথচারীদের কাছে।

কর্মসূচিতে নেতৃত্ব দেন পরিবেশ আন্দোলন মঞ্চের সাধারণ সম্পাদক বিশিষ্ট পরিবেশ কর্মী জিএম রুস্তম খান। উপস্থিত ছিলেন সাংবাদিক ও কলামিস্ট আব্দুর সালাম সময়, মোঃ শাহানশাহ মানবাধিকার কর্মী আনোয়ার হোসেনসহ বিভিন্ন সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। শুধু সংগঠনের সদস্যরাই নন, এ উদ্যোগে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন স্থানীয় স্কুল-কলেজের শিক্ষার্থীরা, অভিভাবক, গণ্যমান্য ব্যক্তি ও এলাকার প্রবীণ মুরুব্বিগণ।

নদীর তীরে প্রতিধ্বনিত হয় পরিবেশবাদী স্লোগানসমূহ—
“নদী বাঁচলে দেশ বাঁচবে”,
“পরিবেশ রক্ষা, সবার অঙ্গীকার”,
“দূষণ নয়, সবুজ চাই”,
“নদীকে বাঁচাও, জীবন বাঁচাও”।

আয়োজকরা জানান, নদী ও পরিবেশ রক্ষা শুধু সরকারের একার দায়িত্ব নয়; জনগণের সম্মিলিত উদ্যোগ ছাড়া এটি সম্ভব নয়। নদীকে বাঁচাতে হলে প্রতিটি নাগরিককে সচেতন হয়ে এগিয়ে আসতে হবে।

সাধারণ সম্পাদক রুস্তম খান বলেন—
“আজকের প্রজন্মকে নদীর গুরুত্ব বোঝাতে হবে। নদী যদি মরে যায়, পরিবেশও ধ্বংস হবে। তাই আমাদের সবার দায়িত্ব নদী রক্ষা করা।”

এছাড়া বক্তারা নদীর তীর দখলমুক্ত করা, শিল্পবর্জ্য ও প্লাস্টিক দূষণ বন্ধ করা, সচেতনতা বৃদ্ধির জন্য শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত কর্মসূচি চালুর আহ্বান জানান।

নদী দিবসের এ কর্মসূচিকে অংশগ্রহণকারীরা নদী রক্ষায় এক নতুন অঙ্গীকার হিসেবে দেখছেন। তারা প্রত্যাশা করেন, শুধু একদিন নয়; সারা বছরজুড়ে এ ধরনের কার্যক্রম চালিয়ে গেলে মানুষ নদীর প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ আরও গভীরভাবে উপলব্ধি করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট