আমাদের পাহাড়ে থেকে আমাদের বা''হিনীর উপর হাত তুলবে, ওরা কি আইনের উর্ধ্বে নাকি? ওদের বিরুদ্ধে ক'ঠিন আইনানুগ ব্যবস্থা নেয়া হোক৷ পাহাড়ের প্রতি ইঞ্চি মাটিতে বাংলাদেশ সে'নাবাহিনী মোতায়েন করা হোক৷ পাহাড়ে প্রথম আলু আর ভারতের খেলা আর চলতে দেয়া যাবে না৷ দু'দিন পরপর ঘটনা একটা ঘটিয়ে বিচার চায় আবার সেনাবাহিনীকে থাকতে দিবে না! কথিত শান্তি চুক্তির নামে সরিয়ে আনা সে:নাবাহি'নী আবারও মোতায়েন করা হোক৷ পাহাড়ে বাঙালী বসতি পুনর্বাসনে জিয়াউর রহমানের নেয়া পরিকল্পনা দ্রুত বাস্তবায়ন চাই৷
সেনাবাহিনী ভালো না লাগলে ভারতে কিংবা মিয়ানমারে চলে যাও৷ আদিবাসী বলে কিছু নেই সবাই বাংলাদেশী৷
এ ব্যাপারে যুব সমাজ জেগে উঠো, পাহাড়িয়া সন্ত্রাসী দেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত কর, আমাদের পাহাড় অরণ্য অঞ্চেল শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যে সেনাবাহিনী ,বিজিবি ,বিজিবিকে সহযোগিতা করুন, আর বসে থাকার সময় নেই।