নারায়ণগঞ্জে স্ত্রী হত্যার ৩ বছর পর স্বামী ও শ্যালিকা গ্রেফতার
শাহ কামাল সবুজঃ নিজ স্ত্রীর বোনের সাথে পরকীয়ায় জড়িয়ে শালি এবং দুলাভাইয়ের যোগসাজশে আপন বোনকে নৃশংস ভাবে হত্যা রহস্যের জট খুলেছে খুনী স্বামী শহীদুল্লাহ (৩৮) গ্রেফতারের মধ্য দিয়ে।
জানা গেছে গত নভেম্বর ২০২৩ নারায়ণগঞ্জের কাঠেরপুল, কুতুবাইল এলাকার ভাড়াটিয়া বাড়ীতে সুমা আক্তার (৩০) স্বামী শহীদুল্লাহ কর্তৃক ছুরিকাঘাতে এবং অতিরিক্ত রক্ত ক্ষরণে মারা যায়। এটা ছিল পরিকল্পিত হত্যাকাণ্ড। এর পিছনে অন্যতম ইন্ধনদাতা ছিল নিহত সুমার আপন ছোট বোন সোহানা আক্তার (২৮) এ নিয়ে নান্দাইল নিবাসী মৃত সুমার মা, সাজেদা খাতুন (৪৮) স্বামী, ফারুক মিয়া ফতুল্লা থানায় অজ্ঞাতনামা আসামি করে একটা হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে অধিকতর তদন্ত ও আসামী সনাক্তের জন্য মামলাটি গত ১৪ আগষ্ট নারায়ণগঞ্জ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের কাছে হস্তান্তর করা হয়। হত্যার মোটিভ উদঘাটন করার দ্বায়িত্ব পান এস, আই রিয়াজ উদ্দিন রনি। তিনি জানান পিবিআই অফ তিনি জানান পিবিআই সুপার জনাব মোস্তফা কামাল রাশেদ এর লিখিত নির্দেশ পেয়ে তদন্ত করতে গেলে আমি জানতে পারি শালী সোহানা আক্তারের সাথে দুলাভাই শহীদুল্লাহর পরকীয়া সম্পর্ক ছিল। পরবর্তীতে তাদের মোবাইল কল রেকর্ড ও আচরণবিধি পর্যালোচনা করে শালী, দুলাভাইকে গ্রেফতার করা হয় এবং নিভির ভাবে তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে হত্যার সমস্ত রহস্য বের হয়ে আসে। উল্লেখ্য, সুমা হত্যার পর তাদের অভিনয় এতো নিখুঁত ছিল যে দীর্ঘদিন তাদের আত্মীয়-স্বজন, প্রতিবেশী কল্পনাও করেনি এই হত্যার সাথে এরা জড়িত।