
মোহনগঞ্জে নিজ ঘরে প্রবাসীর স্ত্রীকে পিটিয়ে জখম ।। নিরাপত্তায় হীনতায় গৃহবধু
মোঃ আল ফরিদ মোহনগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ
নেত্রকোণার জেলা মোহনগঞ্জ উপজেলার ৩ নং তেতুলিয়া ইউনিয়নের ভাটাপাড়া গ্রামে নিজ ঘরের বারান্দায় পদ্মাবতী দত্ত (৪০) নামের এক গৃহবধূকে পিটিয়ে জখম করেছে শ্বশুড়বাড়ীর আত্মীয়-স্বজনরা। পিটিয়ে জখম করার পর পদ্মাবতী দত্ত বাদী হয়ে মোহনগঞ্জ থানায় অভিযোগ করে।,
অভিযোগের পর থেকেই বাদী পদ্মাবতী নিরাপত্তা হীনতায় ভুগছে এবং আসামীগণ প্রাণনাশের হুমকি দিচ্ছে। অভিযোগের বিষয়টি শুক্রবার দুপুরে মোহনগঞ্জ থানার ওসি মোঃ আমিনুল ইসলাম নিশ্চিত করেছে। অভিযোগে উল্লেখ যে, পদ্মাবতী দত্তের স্বামী সুকেশ কর সৌদি আরব প্রবাসী।,
তার স্বামী বাড়ী না থাকায় একটি বট গাছ নিয়ে পদ্মাবতী সহিত শ্বশুড়বাড়ীর আত্মীয়-স্বজনরা কথার কাটাকাটি করে। কথা কাটাকাটি এক পর্যায়ে শ্বশুড়বাড়ীর লোকেরা পদ্মাবতীকে মারধর ও পিটিয়ে জখম করে। পরে পদ্মাবতী দত্ত মোহনগঞ্জ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেয় এবং ৬ জনকে আসামী করে মোহনগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। আসামীগণ হল- অধীর কর (৪৫), রঞ্জন কর (৩৮), রঞ্জিত কর (৫৫), অনিল কর (৬০), সুধারানী কর (৩২), ছায়া রানী কর (৩০)।,
অভিযোগে আরো উল্লেখ করে পদ্মাবতী বলেন, বর্তমানে আমি ছেলে-মেয়েকে নিয়ে খুবই আতংকে আছি এবং আমাকে সবসময় খুন করার হুমকি প্রদর্শন করছে। আমি আসামীগণের বিরুদ্ধে সুষ্ঠু বিচার চাই। এ বিষয়ে আসামী অনিল কর বলেন, এটি একটি তুচ্ছ ঘটনা। অভিযোগ করার মত কোন কিছুই হয়নি। অভিযোগের তদন্তকারী কর্মকর্তা এসআই মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।,
মোহনগঞ্জ থানার ওসি মোঃ আমিনুল ইসলাম বলেন, মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মিজানুর রহমানকে সঠিক তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছে। ওসি আরও বলেন, তেতুলিয়া ইউনিয়নের বিট অফিসার এসআই রবিউলকে উক্ত বিষয়টি নিয়ে আর কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।