
রংপুর ৫(মিঠাপুকুর) আসনে ৮টি মামলার আসামী এমপি ধানের শীষ মনোনয়ন প্রত্যাশী তৌহিদুল ইসলাম বাবু চষে বেড়াচ্ছেন
আব্দুল হালিম, বিশেষ প্রতিবেদক :
ফ্যাসিস্ট হাসিনা সরকারের শাসন আমলে ৮ টি মামলার আসামী রংপুর ৫ (মিঠাপুকুর) আসনে এমপি ধানের শীষ প্রতিক মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা তৌহিদুল ইসলাম বাবু উক্ত আসনে চষে বেড়াচ্ছেন। তিনি ভোটারদের বলছেন, এনসিপি ও জামায়াত পিআর পদ্ধতির কথা বলে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছেন। তিনি আরও বলেন, সামনে নির্বাচন সকল ষড়যন্ত্র নস্যাৎ করে সকলে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীর্ষ প্রতিকের জন্য মাঠে নামুন জনগনের পাশে থাকুন তারেক রহমানের হাতকে শক্তিশালী করুন।
তৌহিদুল ইসলাম বাবু বর্তমানে ঢাকা মহানগর দক্ষিন শাহবাগ থানা বিএনপির যুগ্ম আহবায়ক। এর আগে ২০০৩ সালে অবিভুক্ত ছাত্র দল রমনা থানার সহ সভাপতি ছিলেন।
বিএনপি নেতা তৌহিদুল ইসলাম বাবু’র বিরুদ্ধে শেখ হাসিনার শাসন আমলে ৮টি মামলা দায়ের হয়েছে। মামলাগুলি হল, শাহাবাগ থানা মামলা নং ২৫/৫৫৫ তারিখ ১১/১০/২০১৮ আসামীনং ১৬, মামলা নং ৫৬/৫৩০ তারিখ ১/১০/২০১৮ আসামী নং ৩০, মামলা নং ৫২/৫৮২তারিখ২৩/১০/২০১৮ আসামী নং ১৩, মামলা নং ৫১/৫৮১ তারিখ ২৩/১০/২০১৮ আসামী নং ৩৫, মামলা নং ৬৫/৫৯৫ তারিখ ৩১/১০/২০১৮ আসামী নং ২২, মামলা নং ১৩/৬০৮ তারিখ ৭/১১/
২০১৮আসামী নং ২৫ পল্টন থানা মামলা নং ৪১(৯)/১৭ আসামী নং ২, রমনা থানা মামলা নং ৩৭/২০১১ তারিখ ১১/৬/২০১৮ আসামী নং ১।
তৌহিদুল ইসলাম বাবু ৮ ভাই বোনের মধ্যে ১ম সন্তান। তাঁর পিতা ডাঃ আব্দুর রশীদ মাতা দেলোয়ারা বেগম। তাঁর ২ ছেলে তামিমুল ইসলাম সাফিদ বি এস এস (সম্মান) অর্থনীতি চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত। তাহমিদ বিন তওহীদ ঢাকা কলেজে উচ্চ মাধ্যমিক ২য় বর্ষে অধ্যায়নরত। তাঁর গ্রামের ঠিকানা মিঠাপুকুর উপজেলার ঠিকানা তাহমিদ ফিলিং ষ্টেশন এন্ড হোয়াইট হাউজ কনভেনশন সেন্টার, গ্রাম জানকীপুর ইউনিয়ন লতিবপুর থানা মিঠাপুকুর জেলা রংপুর। রংপুর শহরের ঠিকানা শিলভী নিবাস, বাবুখাঁ (মাষ্টারপাড়া) রংপুর সদর। তিনি ২ পুত্র ও স্ত্রী শিলভী রোমানা রোকসানা কে নিয়ে বসবাস করছেন।
তৌহিদুল ইসলাম বাবু একজন স্বচ্ছ রাজনীতিবিদ, সমাজসেবক ও ব্যবসায়ী। তাঁর শিক্ষাগত যোগ্যতা বিএ। তিনি এভারগ্রীন টান্সপোর্ট লিমিটেড এর চেয়ারম্যান। বাংলাদেশ স্লীপার এসি বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক। সাফিদ এন্টারপ্রাইজ এর প্রোপাইটর ও গণপূর্ত ঠিকাদার সমিতির ৩নং ডি়শন সভাপতি। তিনি বাইতুল আজিম শহীদি জামে মসজিদ মালিবাগ ঢাকার সহ সম্পাদক, উপদেষ্টা রূপসী গ্রাম উন্নয়ন সংস্থা, স্বনির্ভর বাতাসন দূর্গাপুর সমাজ কল্যান যুব সংঘ ও সমৃদ্ধ রানীপুকুর। তার ছবি সহ ধানের শীর্ষ প্রতিক পোষ্টার লিপ্লেট উপজেলার ১৭ ইউনিয়নে ৩১০ টি মৌজায় হাট বাজার চা স্টোল অফিস, স্কুল কলেজের দেয়ালে ছেয়ে গেছে। তিনি ভোটারদের দ্বারে দ্বারে তারেক রহমানের বার্তা পৌছেদিচ্ছেন। তিনি বলেন, জন শক্তি জন বল বিএনপির মনোবল। নতুন ভোটার ৪৫ লাখ ৭১ হাজার, মোট ভোটার ১২ কোটি ৬১ লাখের বেশি। ত্রয়োদশ নির্বাচনে বিএনপি সরকার গঠন করবে ইনশাআল্লাহ। ##