
লালমাই ক্লাবের উদ্যোগে সনাতন ধর্মাবলম্বী ও সাংবাদিক নেতৃবৃন্দ’র মতবিনিময় সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক)
লালমাই উপজেলার সচেতন নাগরিক মহলের উদ্যোগে সদ্য প্রতিষ্ঠিত সামাজিক উন্নয়নমূলক সংগঠন লালমাই ক্লাবের দায়িত্বশীল নেতৃবৃন্দ সাথে উপজেলার সনাতন ধর্মাবলম্বী ও উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৮ টায় লালমাই ডায়াবেটিস এসোসিয়েশনের সম্মেলন কক্ষে লালমাই ক্লাবের প্রতিষ্ঠা কালীন সভাপতি ও ইউরোপীয় ইউনিয়নের এশিয়া অঞ্চলের ম্যানেজার ড. আশিকুর রহমান এর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক ও লালমাই ডায়াবেটিস এসোসিয়েশনের সভাপতি প্রভাষক নাজমুল হাসান এর সঞ্চালনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন লালমাই প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও জাতীয় দৈনিক যুগ-যুগান্তর ও যেযে টিভি বিশেষ প্রতিনিধি, সাপ্তাহিক চলন পত্রিকা নির্বাহী সম্পাদক সাংবাদিক মোহাম্মদ জয়নাল আবেদীন জয়,দপ্তর সম্পাদক ও দৈনিক আজকের কুমিল্লা পত্রিকার সাংবাদিক খান মোহাম্মদ রুবেল হোসেন, সাপ্তাহিক কুমিল্লার সময় পত্রিকার সাংবাদিক মোঃ মনির হোসেন,লালমাই উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু সুমন রায় চৌধুরী, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শম্ভু, লালমাই ক্লাবের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল রনি প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন লালমাই ক্লাবের কোষাধ্যক্ষ জিয়াউর রহমান, প্রচার ও মিডিয়া সম্পাদক মাসউদ মজুমদার,সাংস্কৃতিক সম্পাদক নেছার উদ্দিন মিশ, ক্লাবের সদস্য ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা জেলার সাবেক যুগ্ম আহবায়ক মোঃ কবির হোসাইন রুমন , লালমাই প্রেস ক্লাবের অর্থ সম্পাদক ও দৈনিক ভোরের কলাম পত্রিকা সাংবাদিক মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক, দৈনিক ভোরের কথা পত্রিকা সাংবাদিক মোঃ আজহারুল ইসলাম রকিব,ক্রীড়া সম্পাদক ও দৈনিক কুমিল্লার কন্ঠ পত্রিকা সাংবাদিক মোঃ আহসান উল্লাহ রাজু, তথ্য ও প্রযুক্তি সম্পাদক, দৈনিক জনতা পত্রিকা সাংবাদিক মোঃ সালামত উল্লাহ সহ স্থানীয় সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগন।
সভাপতির বক্তব্যে ড. আশিকুর রহমান বলেন,লালমাই উপজেলা বাসীর সকল সময়ে পাশে থাকার অঙ্গিকার নিয়ে লালমাই ক্লাব প্রতিষ্ঠা লাভ করেছে। সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম তরান্বিত করতে ক্লাবের প্রতিটি সদস্য কাজ করতে বদ্ধপরিকর। বাংলাদেশকে অসাম্প্রদায়িক চেতনায় গড়ার লক্ষ্যে আমাদের সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। হিন্দু, বৌদ্ধ,খৃস্টান ও মুসলমান সম্প্রদায়ের মানুষজন সকলে আমরা বাংলাদেশী এটাই বড় পরিচয়। অসহায় গরীব রোগীদের ফ্রী চিকিৎসা, গরীব অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ,শীতার্তদের শীতবস্ত্র বিতরণ,গরীব শিক্ষার্থীদের বৃত্তি প্রদান,মাদক ও ইভটিজিং প্রতিরোধে সামাজিক সচেতনতা গড়ে তোলা।তিনি সাংবাদিকদের সমাজের দর্পন হিসেবে লেখনীর মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরার আহবান জানান। তিনি বলেন,
লালমাই ক্লাব একটি অরাজনৈতিক সংগঠন। শীঘ্রই আমরা লালমাই ক্লাবের রেজিষ্ট্রেশন সম্পন্নকরণের মাধ্যমে পূর্ণাঙ্গভাবে কাজ শুরু করবো।