
চ্যাম্পিয়ন টাইটানিক এফসি
গজারিয়ায় মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠন,বীর মুক্তিযোদ্ধা মরহুম তানেছ উদ্দিন আহমেদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২৫ইং এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতি বার(২সেপ্টেম্বর) বিকাল ৪ঘটিকায় উপজেলার হোসেন্দী ইউনিয়ন এর ইসমানিরচর স:প্রা:বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আহসান উল্লাহ,টুনামেন্টের উদ্ধোধন করেন হোসেন্দী ইউনিয়ন বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মাহাবুবুল আলম খান,স্থানীয় বিএনপি নেতা নুরুজ্জামান ফরাজী রিপন এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম ফরাজী,উপজেলা বিএনপি নেতা শাহ আলম বিএসসি,আব্দুল বাতেন সরদার, মো:মহিউদ্দিন মোল্লা,ওয়ারেন্ট অফিসার (অব:)ইকবাল হোসেন,ইউপি সদস্য সালেহ আহমেদ রাসেল আহমেদ, সাখাওয়াত হোসেন দিপু প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব আহসান উল্লাহ বলেন,গজারিয়ায় মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠন, মুক্তিযোদ্ধা কমান্ডার তানেছ উদ্দিন ছিলেন একজন দেশ প্রেমিক মানুষ,গজারিয়ার মুক্তিযোদ্ধা প্রতিটি পরিবারকে তিনি সংগঠিত করেছেন তাঁর স্মৃতি রক্ষায় আমাদের উদ্যোগী হতে হবে,তাঁর চেতনা বাঁচিয়ে রাখতে হবে।
খেলায় দি লায়ন এফসিকে ১-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হন টাইটানিক এফসি।