
জলঢাকায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জসিনুর ভাইয়ের শুভেচ্ছা ও অভিনন্দন বার্তা
জেলা প্রতিনিধি নীলফামারী:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন বার্তা জানিয়েছেন দৈনিক বাংলার সংবাদ এর নীলফামারী প্রতিনিধি জসিনুর ভাই।
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছন।
জসিনুর ভাই বলেন “দুর্গাপূজা হলো শুভ ও অশুভের চিরন্তন লড়াইয়ে ন্যায়ের জয়ের প্রতীক। এই উৎসবের মূল শিক্ষা হিন্দুদেরকে ঐক্য, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধে উজ্জীবিত করে। দেশ ও সমাজ থেকে অশুভ শক্তিকে দূর করে শান্তি-সমৃদ্ধি প্রতিষ্ঠায় এই পূজা হোক হিন্দু ধর্মাবলীদের প্রেরণা।
তিনি আরও বলেন, “বাংলাদেশ একটি সম্প্রীতির দেশ। দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের উৎসব।বরং এ দেশের সব হিন্দু মানুষের জন্য আনন্দ ও মিলনমেলার উৎসব। আমি সবাইকে শুভেচ্ছা জানাই এবং কামনা করি—এই পূজা হিন্দু সম্প্রদায়ের বয়ে আনুক সুখ,শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধি।