
২১ টাকার ফাউন্ডেশন আয়োজিত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার “Design Your Future” অনুষ্ঠিত
চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার অন্তর্গত ৭নং কাঞ্চননগর ইউনিয়নে কাঞ্চননগর বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাক্তন ব্যাচ-২১ দ্বারা পরিচালিত অরাজনৈতিক সামাজিক ও মানবিক সংগঠন “২১ টাকার ফাউন্ডেশন” এর উদ্যোগে আয়োজিত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান ও ক্যারিয়ারভিত্তিক সেমিনার “Design Your Future” গত ১ অক্টোবর বুধবার কাঞ্চননগর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের জহুরুল হক অডিটোরিয়ামে সফলভাবে সম্পন্ন হয়েছে।
ফাউন্ডেশনের পূর্ণ অর্থায়নে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের ইংরেজি বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আজম উদ্দিন , বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সার্টিফায়েড অ্যাসেসর ও গাউছুল আজম মাইজভান্ডারী পলিটেকনিক ইনস্টিটিউট (GAMPI) এর অধ্যক্ষ মোঃ আব্দুল বাতেন,
এস এম ওসমান গনি – সাবেক প্রক্টর ও সহকারী অধ্যাপক; চেয়ারম্যান, প্রাকৃতিক বিজ্ঞান বিভাগ, পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ডা. মোঃ গালিব হাসান – এমবিবিএস, পিজিটি, সিসিডি (বারডেম); এইচএমও (মেডিসিন), চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, মেন্টর হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ইমরান চৌধুরী চিফ অর্গানাইজার, ক্যারিয়ার টক; লেকচারার (ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি চট্টগ্রাম); প্রাক্তন লেকচারার (বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ)।
অতিথিবৃন্দ শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে মূল্যবান দিকনির্দেশনা প্রদান করেন এবং তাদের অনুপ্রাণিত করেন।
আয়োজকরা জানান,
“শিক্ষার্থীদের সঠিক ক্যারিয়ার গাইডলাইন প্রদানের মাধ্যমে তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত করাই আমাদের মূল উদ্দেশ্য।”
অনুষ্ঠান সফল করার জন্য অতিথিবৃন্দ, শুভাকাঙ্ক্ষী এবং ফাউন্ডেশনের প্রতিটি সদস্যের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।