
আয়ুর্বেদিক মেডিসিন ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশনের সম্মানিত সভাপতি ড.হাকীম মো. ইউছুফ হারুণ ভূঁইয়ার সভাপতিত্বে বাংলামোটর রুপায়ন ট্রেড সেন্টারে এসোসিয়েশন ও বিপিসির যৌথ উদ্যোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগে রিসার্চকৃত আয়ুর্বেদিক ওষুধের Preclinical Safety And clinical Efficacy study report of some Ayurvedic medicine -volume 1 প্রকাশিত বই এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান করা হয়। অনুষ্ঠানে ড.হাকীম মো.ইউছুফ হারুণ ভূঁইয়া আসন্ন বামার নির্বাচনে এসোসিয়েশনের অন্যতম প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি,সিনিয়র ব্যক্তি হিসাবে জনাব সেলিম মো. শাহজাহান (শাহজাহান লাকুরিয়া) এর প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করে বক্তব্য তুলে ধরেন। পরিশেষে তিনি উপস্থিত জনাব মোস্তফা নওশাদ জাকির প্রতি দাবী রেখে বলেন যে জনাব শাহজাহান এর প্রতি সমর্থন করে নির্বাচন থেকে সরে দাঁড়াতে। তিনি বলেন যেহেতু এবার সমঝোতার ভিত্তিতে কমিটি গঠন করা হচ্ছে সেহেতু সিনিয়র হিসেবে শাহজাহান সাহেব সভাপতি হলে আমরা সবাই মিলে সেক্টরের উন্নয়নে একসাথে কাজ করবো এবং জাকিকে মূল্যায়ন করা হবে। উপস্থিত এসোসিয়েশনের সাবেক সভাপতি শিবব্রত রায়, সাবেক সাধারণ সম্পাদক বাবুল ধর, সিনিয়র সহ-সভাপতি নুরুল হোসেন, নবনির্বাচিত সাধারণ সম্পাদক একরামুল হক খান, বর্তমান সাধারণ সম্পাদক ডা.মো.মিজানুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিষয়টি নিষ্পত্তির জন্য বর্তমান সভাপতি জনাব ইউছুফ হারুণ ভূঁইয়া উপস্থিত বাবুল ধর দাদা কে দায়িত্ব দিয়েছেন।