1. live@www.kpcnewsmedialimited.online : News_AdMIN : KPC news media Limited KPC news media Limited
  2. info@www.kpcnewsmedialimited.online : KPC NEWS Media Limited :
বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ০৪:৪২ পূর্বাহ্ন

যতদিন বাচবো দেশের সেবায় নিজেকে নিয়োজিত রাখবো শুধু খিলগাঁও থানা নয়, বাংলাদেশের যে কোন প্রান্তে! অফিসার্স ইনচার্জ খিলগাঁও থানা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ৬৯ বার পড়া হয়েছে

যতদিন বাচবো দেশের সেবায় নিজেকে নিয়োজিত রাখবো শুধু খিলগাঁও থানা নয়, বাংলাদেশের যে কোন প্রান্তে!
অফিসার্স ইনচার্জ
খিলগাঁও থানা
ডি.এম.পি
ঢাকা
মোঃ পাপ্পু চৌধুরী :বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ, এদেশের জন্মেছে নানা রকম জ্ঞানীগুণীজন, নানা কবি সাহিত্যিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, সচিব, এবং সাধারণ জনগণ হতে শুরু করে উচ্চ পদস্থ কর্মকর্তাগণ আজ তিল তিল করে এই বাংলাদেশের জন্য নিজের জীবন উৎসর্গ করে বিশ্বের মানচিত্রে বাংলাদেশ নামের একটি ক্ষুদ্র দেশকে পরিচিতি লাভ করতে সক্ষম হয়েছেন এজন্য আমি গর্বিত , যতদিন বাচবো দেশের সেবায় নিজেকে নিয়োজিত রাখবো শুধু খিলগাঁও থানায় নয়, বাংলাদেশের যে কোন প্রান্তে ! কথাগুলো বলেছেন চলমান তত্ত্বাবধায়ক সরকারের নিকট হতে দায়িত্বপ্রাপ্ত একজন কর্তব্যপরায়ণ, মেধাবী,সাহসী , দানশীল,দায়িত্ববান সৎজন, জনগণের সেবক পুলিশ অফিসার খিলগাঁও থানার অফিসার্স ইনচার্জ জনাব মোঃ দাউদ হোসেন! তিনি সাংবাদিকদের কে বলেন, আমার জন্মস্থান বিখ্যাত কবি সাহিত্যিক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের এলাকায় যশোর জেলায় , ছেলেবেলা থেকেই স্বপ্ন দেখতাম কিভাবে দেশে এবং জনগণের সেবা করবো , কিভাবে মানুষের মনের সম্পর্কে সকল ধারণাকে পাল্টে দিয়ে দেশকে সকল সমৃদ্ধি ও অন্যায়কে চিরতরে ধুলিসাৎ করে দিয়ে একটি ভালো সুন্দর সমাজ ও পরিবেশ তৈরি করব , আমার পিতা-মাতার এবং শিক্ষকের আদর্শ ও নীতিমালাকে সামনে রেখে দৃঢ় প্রত্যয়ের সাথে এই ঝুঁকিপূর্ণ পেশাকে আলিঙ্গন করে বিভিন্ন চড়াই উৎকরাই পেরিয়ে আজ এ পর্যন্ত এসেছি, আমি কখনো ভাবতে পারিনি যে আল্লাহ আমাকে দেশ সেবা করার জন্য জনগণের ঝালমালের নিরাপত্তার সর্বদা রক্ষার জন্য আমাকে এভাবে নিয়োজিত করবেন, আমি আজ গর্বিত এই ভেবে যে মনে প্রানে আমি বাংলাদেশের মানুষ হিসেবে বাংলাদেশ সরকারের একটি নিরাপত্তার চাদরে আবৃত পোশাক পরিধান করে, জনগণের সেবায় নিয়োজিত হওয়ার ক্ষেত্রে নিজেকে যোগ্য প্রমাণিত করতে পেরেছি, পিতা মাতা ও শিক্ষকের দোয়া ও আশীর্বাদে যতটুকু পেয়েছি তা আল্লাহরই নেয়ামত, আমি কোন অন্যায় কাজে কাউকে প্রশ্রয় দেইনি দেবো না, সন্ত্রাস নির্মূলে আমি জিরো টলারেট ঘোষণা করছি, পাশাপাশি মাদক, নারী ও অস্ত্র ব্যবসা,কিশোরগেঙ্গ
চাঁদাবাজি, ছিনতাই, চুরি ডাকাতি, সহ নানা অপরাধমূলক কাজগুলো যেন না ঘটতে পারে সে বিষয়ে সর্বদা নিজেকে নিয়োজিত রাখছি, ৫ই অগাস্ট ২০২৪ ইং অতীতের সরকার পতন হওয়ার পরে থানা হতে লুট হওয়া নানা ধরনের অস্ত্র ও সরকারি মালামাল খুঁজে বের করার মতো দুঃসাধ্য কাজগুলো নিয়ে এখন বর্তমানে খুবই চিন্তিত অবস্থায় আছি, দোয়া করবেন যেন পুনরায় এগুলো ফিরিয়ে এনে দেশ ও জাতির সেবা করতে পারি এবং যারা এগুলোর সাথে জড়িত আছেন তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় এনে আদালতে সোপর্দ করতে পারি, আমি সকলের নিকট অনুরোধ করে বলতে চাই যে, আমার দরজা আপনাদের জন্য খোলা আছে, যখনই প্রয়োজন মনে করবেন অবশ্যই আমাকে জানাবেন আমি সর্বদা আপনাদের পাশে আছি ছিলাম থাকবো !পাশাপাশি যদি কখনো অনিয়ম দুর্নীতি অথবা অনৈতিক কর্মকান্ড আপনাদের নজরে আসে, বা সন্দেহজনক কাউকে দেখেন তাহলে আমাদের থানায় ফোন দিবেন, অথবা ৯৯৯ জরুরী সেবাই ফোন দিলেই, আপনার দরজায় পৌঁছে যাব, আপনারা শুধু পুলিশের উপরই ভরসা না করে চেষ্টা করবেন আপনাদের পরিবেশ ও সমাজকে সুন্দর রাখার জন্য, এ কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে,আমরা সাময়িকভাবে আপনাদের পাশে আছি,আমাদেরও বদলি হতে হয় তখন হয়তো বা অন্য আরেকজন অফিসার আসবে, কত সময় এভাবেই চলে যাবে তাই আপনাদেরকে এই অনুরোধটুকু করবো আপনাদের সন্তান কে কোথায় কি করছেন কার সাথে মিশছেন সেদিকে একটু খেয়াল রাখুন, মাদককে না বলুন, অন্যায়ের ব্যভিচারী পাপাচারি কাছ থেকে দূরে রাখুন, তাহলে “ইনশাল্লাহ” প্রশাসনের চেয়ে আরো বেশি শক্তিশালী হবে আপনাদের মনোবল, পুলিশ জনগণের বন্ধু, পুলিশকে কখনো শত্রু ভাববেন না , বা তিরস্কার করবেন না, এটুকু অনুরোধ আপনাদের নিকট ওসি দাউদ হোসেন আমি আপনাদের নিকট রাখলাম!জীবনে চলার পথে, নানা বাধা-বিপত্তি আসবেই কখনো ভেঙ্গে পড়বেন না, এবং কখনো নিজে অপরাধ করে অন্যের উপর চাপিয়ে দেবেন না, আপনি নিজে ভাল হন,অন্যকে ভালো থাকতে দিন,সমাজটাকে আরো সুন্দর করে সাজানোর জন্য-আপনি সহ আপনারা কাঁধে হাত মিলিয়ে একে অন্যকে সহযোগিতা করুন, দেখবেন আগামী প্রজন্মকে সুন্দর একটি দেশ ও পরিবেশ সমাজ উপহার দিতে আপনারাই পারবেন, সাংবাদিকরা হল জাতির বিবেক ও আয়না, তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি আপনারা কখনো, মানুষকে বিভ্রান্তিমূলক তথ্য তৈরি করে কোন অনৈতিক সংবাদ প্রচার করবেন না এতে হয়তোবা সাময়িক আপনার লাভ হবে কিন্তু বিবেকের বিচারে আপনি দোষী সাব্যস্ত হবেন কোন এক সময়, তাই আশা করব,বস্তুনিষ্ঠ সংবাদ প্রমাণসহ উপস্থাপন করলে হয়তো বা দেশ ও জাতির উপকার সহ আপনার পরিবেশন করা সংবাদটি তাৎপর্য বাড়বে বলে আমি আশাবাদী, সাংবাদিকগণ হয়তোবা মনে করতে পারেন যে, পুলিশ সাংবাদিকের শত্রু, বিষয়টি তা নয়, বিষয়টি হলো যে আপনারা আমাদের সহযোগিতা করবেন আমরাও আপনাদের পাশে থাকবো “ইনশাআল্লাহ” আমি কৃতজ্ঞতা জানাই আমার শ্রদ্ধেয় ভাজন মান্যবর পুলিশ কমিশনার, ডিসি স্যার সহ আমার উচ্চপর্যায়ের পদমর্যাদা সম্পূর্ণ সকল সিনিয়র স্যারদের প্রতি যারা আমাকে অত্যন্ত সৎ ভাবে তাদের নীতি ও আদর্শ নিয়ে খিলগাঁও থানা কে অপরাধমুক্ত করে সাজাবার জন্য, খিলগাঁও থানার অফিসার্স ইনচার্জ হিসেবে নিযুক্ত করেছেন, দোয়া করবেন যেন আমি, সকলের মুখে হাসি ফুটিয়ে এই থানা থেকে অন্যত্র চলে যেতে পারি, কেউ যেন আমার ব্যবহারে অসন্তুষ্ট না হন, এই আশাবাদ ব্যক্ত করেই আমি আমার কথা শেষ করলাম, সকলেই আমার জন্য দোয়া করবেন এবং আপনারা সবাই ভাল ও সতর্ক থাকবেন,ধন্যবাদ

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট