
সোনাগাজীতে পুলিশের উপর হামলা অস্ত্র ও আসামী ছিনতাই-৪ ঘন্টা পর আসামী গ্রেফতার ও অস্ত্র উদ্ধার
আবুল হাসনাত তুহিন ফেনী প্রতিনিধি:- ০৭ অক্টোবর মঙ্গলবার সকালে সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের পশ্চিম আহমদপুর গ্রামের বাঁশতলা নামক স্থানে পুলিশকে পিটিয়ে অস্ত্র-ওয়াকিটকি ও আসামী ছিনিয়ে নেয় স্থানীয় সন্রাসীরা। ৪ ঘন্টা অভিযান চালিয়ে অস্ত্র ও একজন আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
পুলিশ সূত্রে জানায়, একাধিক মামলার আসামী জাহেদুল ইসলাম রিপন ও রফিকুল ইসলাম আরিফকে সোনাগাজী মডেল থানার সহকারী উপ পুলিশ পরিদর্শক সাইদুর রহমান ও মোফাজ্জল হোসেনের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে গ্রেফতার করে। গ্রেফতারের পর তাদের থানায় নিয়ে আসার পথে তাদের স্থানীয় সন্রাসীরা পুলিশের উপর হামলা চালিয়ে পুলিশের অস্ত্র (শর্টগান)- ওয়াকিটকি লুট করে ও আসামীদের ছিনিয়ে নিয়ে যায়।
ওই সময় তাদের হামলায় এএসআই সাইদুর রহমান, এএসআই মোফাজ্জল হোসেন, কনস্টেবল হৃদয়, কাঞ্চন, আইনুল করিম ও মাহবুব আলম গুরতর আহত হয়। পরে মডেল থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার একাধিক টিম অভিযান চালিয়ে ৪ ঘন্টা পর জাহেদুল ইসলাম রিপনকে গ্রেফতার করে। তার কাছে থাকা পুলিশের লুট হওয়া অস্ত্র (শর্টগান) ও ওয়াকিটকি উদ্ধার করা হয়।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, অভিযান চালিয়ে ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার ও হামলার সঙ্গে জড়িত একজনকে গ্রেফতার করা হয়েছে।পুলিশের উপর হামলা ও অস্ত্র লুটের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। হামলায় জড়িত বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।