ঝালকাঠিতে জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
আলমগীর শরীফ, ঝালকাঠি প্রতিনিধি:-
ঝালকাঠি জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি পুনর্গঠন করার মাধ্যমে নবগঠিত কমিটির পরিচিতি সভা ৮ অক্টোবর ২০২৫ ইং বিকাল ৩ ঘটিকায় ঝালকাঠি এলজিইডি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন ঝালকাঠি ও পিরোজপুর জেলার দায়িত্বপ্রাপ্ত উপপরিচালক আমিনুল ইসলাম।
ঝালকাঠি জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি পুনর্গঠনে সভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক বিএম আনিসুর রহমান পলাশকে বহাল রাখা হয়। সহ-সভাপতি হিসেবে নির্বাচিত করা হয় মু. আল আমীন বাকলাই ও জনাবা রুনু'কে। পুনর্গঠিত কমিটিতে নতুন সদস্য হিসাবে নির্বাচিত করা হয় অ্যাডভোকেট সোহানুর রহমান, মো. আশিকুল ইসলাম, মো. মাসুদুর রহমান, সৈয়দা মাহফুজা মিষ্টি ও ইলিয়াস শিকদার ফরহাদকে। পূর্বের কমিটির সদস্য গৌতম কুমার বনিক, সালাউদ্দিন ফেরদৌস ও লুৎফুন্নেছাকে পুনর্গঠিত কমিটিতে বহাল রাখা হয়। সাংবাদিক খলিলুর রহমানকে নতুন কমিটির সদস্য নির্বাচিত করা হলেও তার মৃত্যুতে সভায় শোক প্রকাশ করা হয়। পুনর্গঠিত নব কমিটির পক্ষ থেকে উপপরিচালক মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দুদকের উপসহকারী পরিচালক মোয়াজ্জেম হোসেন সম্রাট।