১৮তম শিক্ষক নিবন্ধনে চুড়ান্তভাবে উত্তীর্ণ,সুপারিশ বঞ্চিত ১৬,২১৩ জনকে দ্রুত নিয়োগের দাবি — সংবাদ সম্মেলনে মানবিক আবেদন।
তাওহিদা ইসলাম তন্নী :
১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ ও ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ বঞ্চিত ১৬,২১৩ জন প্রার্থীকে দ্রুত বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগের দাবিতে আজ এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
“বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষক নিয়োগে বিলম্ব ও ভুক্তভোগী শিক্ষকদের মানবিক সংকট” শিরোনামে আয়োজিত এ সংবাদ সম্মেলনে বক্তারা সরকারের সংশ্লিষ্ট দপ্তরের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (NTRCA) কর্তৃক ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ সুপারিশ বঞ্চিত ১৬ হাজার প্রার্থী নিয়োগের অপেক্ষায় আছেন। কিন্তু বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশে বিলম্বের কারণে এসব প্রার্থী এখনো নিয়োগ থেকে বঞ্চিত। এতে তারা মারাত্মক আর্থিক, সামাজিক ও মানসিক সংকটে পড়েছেন।
বক্তারা আরও বলেন, সরকার শিক্ষক সংকট নিরসনে দ্রুত বিশেষ গণবিজ্ঞপ্তি দিয়ে ১৮তম নিবন্ধিত সুপারিশ বঞ্চিত প্রার্থীদের যথাযথ সুযোগ করে দিলে,
প্রার্থীরা দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।
এ সময় সংবাদ সম্মেলনে ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পক্ষ থেকে ২ দফা দাবি উপস্থাপন করা হয়—
১/১৮তম শিক্ষক নিবন্ধনে ভাইভা উত্তীর্ণ সনদধারী সুপারিশ বঞ্চিত ১৬,২১৩ জনকে দ্রুত বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত শূন্য পদ যুক্ত করে সুপারিশ করতে হবে।
২/নীতিমালা পরিবর্তন করার করার আগে চুড়ান্তভাবে উত্তীর্ণদের বিষয়ভিত্তিক তথ্য বিশ্লেষণ করে,প্রাতিষ্ঠানিক বাধা দূর করে প্রয়োজন অনুযায়ী শূন্য পদ যুক্ত করে,
সনদের মেয়াদ থাকা সাপেক্ষে নিয়োগ দিতে হবে।
প্রার্থীরা জানান, শিক্ষক সমাজ জাতির ভবিষ্যৎ নির্মাতা। তাই এ সমস্যার দ্রুত সমাধান শুধু তাদের নয়, গোটা শিক্ষাব্যবস্থার জন্যও প্রয়োজনীয়। তারা আশা প্রকাশ করেন, সরকার মানবিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি বিবেচনা করে দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবেন। তারা আরও বলেন,আমাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না করে ১৯তম সার্কুলার প্রকাশ না করার জন্য জোর দাবি জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ সুপারিশ বঞ্চিত প্রার্থীদের প্রতিনিধি,
খোরশেদ আলম, তিনি বলেন-
“আমরা দয়া নয়, চাই আমাদের ন্যায্য অধিকার।
দেশের শিক্ষা উন্নয়নে আমাদের যোগ্যতাকে কাজে লাগানোর সুযোগ দিন।”
বক্তারা শেষে মাননীয় শিক্ষা উপদেষ্টা, শিক্ষা সচিব,
NTRCA এর মাননীয় চেয়ারম্যান স্যার এবং শিক্ষা সংশ্লিষ্ট সকল উর্ধতন কর্তৃপক্ষের কাছে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
এ বিষয়ে দ্রুত কোন ব্যবস্থা না নিলে NTRCA
শাট ডাউন,শাহবাগ ব্লকেড/ লং মার্চ টু যমুনা সহ যে কোন ধরনের কঠোর কর্মসূচি দিবেন বলে হুশিয়ারি দেন।