
গাইবান্ধায় মৎস্যজীবি সমিতির সভাপতিকে লাঞ্ছিত করে অর্থ লুটের অভিযোগ
গাইবান্ধা জেলা প্রতিনিধি:
গাইবান্ধা সদর উপজেলার বোয়ালি ইউনিয়নের ফলিয়া পুলবন্দি মৎস্যজীবি সমবায় সমিতি লিমিটেডের সভাপতিকে লাঞ্ছিত করে অফিস কক্ষে ঢুকে অর্থ লুটপাটের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় আমিন খা, লাখু মিয়া, রাজু মিয়া সহ ৯ জনের বিরুদ্ধে সমিতির বর্তমান সভাপতি মোঃ রাজ্জাক মিয়া গাইবান্ধা জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা মৎস্য কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ দায়েরের পর ঘটনাটির তদন্তে পুলিশ আসায় অভিযুক্তরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। অভিযোগ রয়েছে, ১০ অক্টোবর রাতে পুলবন্দি বাজারে রাজ্জাক মিয়ার ওপর পুনরায় হামলার চেষ্টা চালায় তারা এবং অশালীন ভাষায় গালিগালাজ করে।
এ ঘটনার প্রতিবাদে পুলবন্দি মৎস্যজীবি সমবায় সমিতির একাধিক সদস্য ওই রাতেই এক প্রতিবাদ সভা করে সন্ত্রাসী রাজু, আমিন খা ও লাখু মিয়াসহ সংশ্লিষ্টদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।