
জ্যৈষ্টপুরা সার্বজনীন শরণংকর বৌদ্ধ বিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত
স ম জিয়াউর রহমান,
৯ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে বোয়ালখালী উপজেলা জ্যৈষ্টপুরা সার্বজনীন শরণংকর বৌদ্ধ বিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব উদযাপিত হয়েছে।
বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপ সংঘরাজ, মৈতলা সদ্ধর্মজ্যোতি বিহারের অধ্যক্ষ শাসনভাস্কর ভদন্ত চাসবপ্রিয় মহাথেরোর সভাপতিত্বে প্রধান জ্ঞাতী হিসেবে উপস্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ধর্মবিষয়ক মন্তণালয়েয় বৌদ্ধ ধর্মীয় কল্যাণে ট্রাস্টের সন্মানিত ট্রাস্টি তরুন্যের আইকন রুবেল বড়ুয়া।
প্রধান জ্ঞাতী ভদন্ত পরমানন্দ মহাথেরো। প্রধান সদ্ধর্মদেশক ভদন্ত জ্ঞানমিএ মহাথেরো।
সংবধিঁত অতিথি ৮নং শ্রীপুর – খরণদ্বীপ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মহামন্মদ হাসান, প্রকৌশল জয়সেন, মিলু বড়ুয়া ডা: মিহির বরণ বড়ুয়া।
বিশেষ অতিথি ছিলেন সমীর বড়ুয়া ( টিটু), তাপস বড়ুয়া, সৈকত বড়ুয়া।
উদ্ধোধক ছিলেন ভদন্ত প্রজ্ঞা রশ্মি থেরো। সদ্ধর্ম দেশক হিসেবে উপস্থিত ছিলেন ভদন্ত ধর্মালংকার ভিক্ষু, ভদন্ত উপতিষ্য ভিক্ষু। স্বাগত ভাষণ প্রকৌশলী স্বজন বড়ুয়া।