
নাটোরে ডিবি পুলিশের অভিযানে ১১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
হাসান আলী সোহেল
নাটোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (৬ অক্টোবর ২০২৫) ভোর সাড়ে ৫টার দিকে সদর উপজেলার তেবাড়িয়া ইউনিয়নের নারায়ণপাড়া গ্রামে ঢাকা-রাজশাহী মহাসড়কের পাশে নির্মাণাধীন শান্তি ফিলিং স্টেশনের সামনে এ অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন— ১) সেলিম আহম্মদ (২৬), পিতা-মিন্টু রহমান, সাং-নিমগাছী, রাজরামপুর পৌরসভা, সদর থানা, চাঁপাইনবাবগঞ্জ এবং ২) মোঃ জুবায়ের ইসলাম ওরফে আশিক (২২), পিতা-মোঃ সাদেকুল ইসলাম, সাং-দাদন চক, মনাকষা ইউনিয়ন, শিবগঞ্জ থানা, চাঁপাইনবাবগঞ্জ।
তাদের দেহ তল্লাশিতে সেলিম আহম্মদের কাছ থেকে ৮ কেজি ও জুবায়েরের কাছ থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়, মোট ১১ কেজি।
এ ঘটনায় নাটোর সদর থানায় নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলমান। নাটোর জেলা পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম বলেন, “মাদকের বিরুদ্ধে জেলা পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করে যাচ্ছে। এমন অভিযান নিয়মিত চলবে।”