
বাগাতিপাড়ায় গার্মেন্টস শিল্প স্থাপনে উদ্যোগ ইঞ্জি. মোয়াজ্জেমের, চীনা উদ্যোক্তার এলাকা পরিদর্শন
হাসান আলী সোহেল,
নাটোরের বাগাতিপাড়া উপজেলায় এক নতুন অর্থনৈতিক মুক্তির দিগন্ত উন্মোচিত হতে যাচ্ছে। চীনে অধ্যয়নরত ও উচ্চশিক্ষিত, প্রবাস ফেরত বাংলাদেশি এবং সফল উদ্যোক্তা ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম এবার নিজ এলাকায় গড়ে তুলছেন একটি গার্মেন্টস কারখানা। এই শিল্পপ্রতিষ্ঠান বাগাতিপাড়ার অর্থনৈতিক উন্নয়ন এবং কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের অধিভুক্ত প্রতিষ্ঠান বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএম)-এর সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন। দায়িত্বকালীন সময়ে তিনি বাংলাদেশের গার্মেন্টস সেক্টরকে অভূতপূর্ব অগ্রগতির পথে এগিয়ে নিতে অসামান্য ভূমিকা পালন করেন।
চীনে উচ্চশিক্ষা ও শিল্প ব্যবস্থাপনার দীর্ঘ অভিজ্ঞতা সঞ্চয় করে তিনি এবার নিজ জন্মভূমির জন্য কাজ করতে ফিরে এসেছেন। এই উদ্যোগ শুধু একটি শিল্পপ্রতিষ্ঠানের স্থাপনাই নয়, বরং এটি সামাজিক দায়বদ্ধতার প্রতীক—যেখানে স্থানীয় যুবসমাজের জন্য তৈরি হবে নতুন কর্মসংস্থানের সুযোগ।
সম্প্রতি এক অনুষ্ঠানে এই গার্মেন্টস কারখানার ঘোষণার সময় উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা নির্বাহী অফিসার মারুপ আফজাল রাজন, চীনা বিনিয়োগকারী মি. উ জিয়ান ঝিন, মি. লিও ইয়াং, স্থানীয় সাংবাদিকবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে প্রধান বক্তা ইঞ্জি. মোয়াজ্জেম বলেন এই গার্মেন্টস কারখানা শুধু একটি ব্যবসায়িক উদ্যোগ নয়, এটি আমার এলাকার মানুষের প্রতি দায়িত্ব ও ভালোবাসার প্রতীক। আমি কৃতজ্ঞ আমাদের সকল প্রশাসনিক কর্মকর্তার প্রতি, যাঁদের সহযোগিতা ছাড়া এই প্রকল্প বাস্তবায়ন সম্ভব হবে না।তিনি আরও বলেন
ইউএনও বাগাতিপাড়া মহোদয়সহ উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তাদের দিকনির্দেশনা আমাদের সাহস ও শক্তি জুগিয়েছে। আমরা বিশ্বাস করি, এই প্রকল্পের মাধ্যমে শত শত মানুষের জীবনে পরিবর্তন আনতে সক্ষম হবো।
বিকেলে চীনা বিনিয়োগকারীগণ গার্মেন্টস শিল্পে বিনিয়োগের সম্ভাব্যতা যাচাইয়ের লক্ষ্যে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক ও সাংবাদিকদের সঙ্গে উপজেলার ফাগুয়ারদিয়ার, রহিমানপুর, জিগরী, লোকমানপুরসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।