ময়মনসিংহে ইসলামী আন্দোলন বাংলাদেশ উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
মকবুল হোসেন,
ময়মনসিংহে ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা উত্তর ও দক্ষিণ এবং মহানগর শাখার উদ্যোগে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানসহ ৫ দফা দাবী বাস্তবায়নের লক্ষে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্টিত হয়।
আজ ১০ অক্টোবর শুক্রবার বিকেল ৩ টায় এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাঃ নাসির উদ্দীন আহমেদ।
বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ভালুকা আসন থেকে মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোস্তফা কামাল কাশেমী,ময়মনসিংহ দক্ষিন জেলা সভাপতি মাওলানা মামুনুর রশিদ সিদ্দিকী, আলহাজ্ব আনোয়ার হোসেন প্রমূখ নেতৃবৃন্দ।
বিক্ষোভ মিছিলটি নগরীর বড় মসজিদের সামনে থেকে বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নতুন মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।