
মামলা থেকে নিজেকে দূরে রাখার ১০টি উপায়:
১. গুরুত্বপূর্ণ ও স্বার্থ জনিত কাজে লিখিত চুক্তি ব্যবহার করুন।
২. ভবিষ্যতে প্রয়োজন হতে পারে এমন কাজের লিখিত প্রমাণ সংরক্ষণ করুন ।
৩. রেজিস্ট্রেশন আইন অনুযায়ী জমি জমা গাড়ি-বাড়ি বা মূল্যবান সম্পদ রেজিস্ট্রি করুন l
৪. চুক্তিনাময় চুক্তির অধিকার ও শর্ত স্পষ্টভাবে উল্লেখ করে রেজিস্ট্রেশন করুন।
৫.মৌখিক অঙ্গীকার এড়িয়ে চলুন
।
৬.মধ্যস্থতাকারীর মাধ্যমে দ্রুত ঝামেলা সমাধান করুন এবং প্রয়োজন উভয় পক্ষের সাক্ষীদের নাম ও স্বাক্ষরসহ লিখিত রাখুন।
৭.গুরুত্বপূর্ণ লেনদেন বা চুক্তিতে লিখিত ও বিশ্বস্ত সাক্ষী রাখুন।
৮.বড় লেনদেন বা চুক্তিতে অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নিন।
৯.চুক্তি বা দলিল তৈরিতে সরকারি নথি বা নোটারি পাবলিক ব্যবহার করুন।
১০. জমি,সম্পত্তি,ব্যবসা প্রতিষ্ঠান বা গুরুত্বপূর্ণ বিষয়ের কাগজ বা দলিল পত্রাদি নিয়মিত হালনাগাদ রাখুন।