জয়পুরহাটে বাড়ছে ডায়রিয়া রোগীর সংখ্যা
মোঃ নেওয়াজ মোর্শেদ নোমান, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটে হঠাৎ করেই ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। প্রতিদিন হাসপাতালে ভর্তি হচ্ছেন নতুন নতুন রোগী। গেল ৫ দিনে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে দুই শতাধিক নারী, পুরুষ ও শিশু রোগী জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। রোগীর চাপে ডায়রিয়া ওয়ার্ডের বেডে জায়গা না পেয়ে হাসপাতালের মেঝে ও করিডোরে শুয়ে বসে চিকিৎসা সেবা নিচ্ছেন রোগীরা। রোগী ও স্বজনদের পদচারণায় হাসপাতালে পা ফেলানোর জায়গা নেই।
চিকিৎসকরা বলছেন, শুষ্ক মৌসুম, অস্বাস্থ্যকর খাবার ও দূষিত পানির কারণে ডায়রিয়ার প্রকোপ বাড়তে পারে।
জয়পুরহাট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার নিয়াজ মোস্তাক চৌধুরী বলেন, জয়পুরহাট জেনারেল হাসপাতালে প্রচুর পরিমান ডায়রিয়া রোগী ভর্তি হচ্ছে। নারী,শিশু, বয়স্কসহ সব ধরনের মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছেন। প্রতিদিন ৪০ থেকে ৫০ জন হাসপাতালে ভর্তি হচ্ছেন। শুধু ২ অক্টোবর ৭৪ জন রোগী ভর্তি হয়। মানুষের মধ্যে সচেতনতার অনেক অভাব রয়েছে। স্যালাইন যে পরিমান খাওয়ার দরকার সে পরিমান খাচ্ছেনা। এজন্য প্রচুর পরিমাণ স্যালাইন খেতে হবে। এছাড়া সবাইকে সতর্ক থাকতে হবে।