পাঁচবিবির চাঁনপাড়া বাজার কমিটির নির্বাচন
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ ১১ অক্টোবর/২৫
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউপির চাঁনপাড়া বাজার উন্নয়ন কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোঃ দেলোয়ার হোসেন আনারস প্রতীকে ১২৮ ভোট ও মোঃ আলম হোসেন সরকার ফুটবল প্রতীকে ১৬২ ভোট পেয়ে সম্পাদক নির্বাচিত হয়েছে।
শনিবার সকাল ৮'টা থেকে বিকেল ৩'টা পর্যন্ত বাজার কমিটির ২'শ ৮৭'জন সদস্যের মধ্যে উপস্থিত ২৬৫'জন তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেন।
অপরদিকে সংগঠনের ১৫'টি পদের মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় অন্যরা নির্বাচিত হলেও শুধুমাত্র সভাপতি/সম্পাদক পদেই নির্বাচন অনুষ্ঠিত হয়। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয় সাংগাঠনিক সম্পাদক মোঃ সোহেল রানা, কোষাধ্যক্ষ পাশা ও প্রচার সম্পাদক মোঃ শাহিনুর ইসলাম শাহিন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দ্বায়িত্ব পালন করেন শিরট্টি মহা বিদ্যালয়ের অধ্যক্ষ শাহজাহান আলী।