
বাংলাদেশ আয়ুর্বেদি মেডিসিন ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশনের নির্বাচনে ৮ ভোটে শাহজাহান জয়ী
পুরান ঢাকা প্রতিনিধি ঃ
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ আয়ুর্বেদি মেডিসিন ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশনের নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। ৬৬, নয়া পল্টন স্কাই ভিউ ট্রেড ভ্যালী ১২ তলায় সকাল ১০টা থেকে বিকেল সারে ৪টা পর্যন্ত ভোট গ্রহণ হয়। এতে প্রতিদ্বন্দী প্রার্থীদের মধ্যে কঠিন প্রতিদ্বন্দিতার পর নির্বাচনে বিজয়ী হন মোঃ শাহজাহান লাকুড়িয়া। তিনি প্রতিদ্বন্দী প্রার্থী মোস্তফা নওশাদ জাকিকে ৮ ভোটের ব্যবধানে পরাজিত করে বিজয় অর্জন করেন।
নির্বাচনে সদস্যদের অংশ গ্রহণ ছিল উৎসবমুখর। সকাল থেকেই ভোটকেন্দ্রে উপস্থিত হন সংগঠনের বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক ও প্রতিনিধি। ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করলে উপস্থিত সদস্যরা বিজয়ী প্রার্থীকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে অভিনন্দন জানান।
বিজয়ী প্রার্থী মোঃ শাহজাহান লাকুড়িয়া বলেন, এই বিজয় শুধুমাত্র আমার নয়, আয়ুর্বেদি মেডিসিন শিল্পের সবার। আমি সংগঠনের উন্নয়ন ও স্বচ্ছতা বজায় রেখে পূর্বের ন্যায় কাজ করবো। তিনি আরোও বলেন সংগঠনকে আরো বেগবান করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন এবং সংগঠনের সবাইকে নিয়ে একসাথে কাজ করে যাবেন বলে বলে প্রতিজ্ঞা করেন ।
সংগঠনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে আয়ুর্বেদি ও ইউনানী ওষুধ শিল্প আরও শক্তিশালী অবস্থানে পৌঁছাবে এবং দেশীয় ঐতিহ্যবাহী চিকিৎসা ব্যবস্থার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।