যৌথবাহিনীর অভিযানে দুটি অবৈধ অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
এম বাদল খন্দকার
ব্রাহ্মণবাড়িয়ায় দুটি অবৈধ অস্ত্র (৪.৫ মি.মি. ভারতীয় এয়ারগান) এবং ৩৫০০ রাউন্ড এ্যামোনিশনসহ মোঃ গাজী শাহিন আলী (৪২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। বুধবার (১৫ অক্টোবর) দুপুরে সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের হালকাটা গ্রামের নিজ বাড়ি থেকে অবৈধ দুটি অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত মোঃ গাজী শাহিন আলী হালকাটা গ্রামের গাজী আহম্মেদ আলীর ছেলে।
বুধবার যৌথবাহিনী থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন ইমরন মাসুম সাব্বিরের নেতৃত্বে যৌথ বাহিনী সদর উপজেলার সুলতানপুর গ্রামে গাজী শাহিন আলীর বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানকালে গাজী শাহিন আলীকে অবৈধ দুটি অস্ত্র -(৪.৫ মি.মি. ভারতীয় এয়ারগান) এবং ৩৫০০ রাউন্ড এ্যামোনিশনসহ গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে স্থানীয় থানায় ভয়ভীতি প্রদর্শন করে এলাকায় প্রভাব বিস্তারসহ নানা অভিযোগে মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত গাজী শাহীন আলী এবং উদ্ধারকৃত অস্ত্র ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলার কার্যক্রম প্রক্রিয়া চলছে।