
ঝালকাঠিতে জেলা প্রশাসন কর্তৃক ললন সাইয়ের ১৩৫তম তিরোধান দিবস পালিত
আলমগীর শরীফ
ঝালকাঠি শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে ১৭ অক্টোবর ২০২৫ ইং সন্ধ্যা ৬,৩০ ঘটিকা থেকে জেলা প্রশাসনের আয়োজনে ললন সাইয়ের ১৩৫তম তিরোধান দিবস যথাযথ মর্যাদায় পালন উপলক্ষে আলোচনা ও লালন সঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির সুযোগ্য জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট (যুগ্মসচিব) আশরাফুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার উজ্জল কুমার রায়, সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ কাওছার হোসেন।
সার্বিক সহযোগীতায় ছিলেন জেলা শিল্পকলা একাডেমীর কর্মকর্তা কাজী মোঃ কামরুজ্জামান।
অনুষ্ঠানে মনোমুগ্ধকর সংগীত পরিবেশন করেন বাংলাদেশ টেলিভিশন ও বেতারের নিয়মিত কণ্ঠশিল্পী এবং রাজাপুরের বাউল ছালমা শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা সভাপতি মোসাঃ ছালমা বেগম (বাউল ছালমা) ও ঢাকা থেকে আগাত সাইফুল সরকার, স্থানীয় সংগীত শিল্পী ও গীতিকার বাউল সোহরাব হোসেন, সংগীত শিল্পী আঃ হক বয়াতি, মনির হোসেন মিন্টু, গোলাম সাইদ খান, রাজাপুরের পাগল ছালাম, ঐশি, বাউল শুভ, মনির মল্লিক, সুমনা, মিতু ও বাচ্চু গাজী।
দীর্ঘসময়ের এই অনুষ্ঠান স্থানীয় শত শত মানুষ ধৈর্য সহকারে সুশৃঙ্খল ভাবে উপভোগ করেন।