বগুড়া গাবতলীতে ভেলাবাইচ খেলা অনুষ্ঠিত
গাবতলীতে লিজেন্ড অফ বাইগুনী নিউ ইয়াং আদর্শ ক্লাবের আয়োজনে ভেলাবাইচ খেলা অনুষ্ঠিত উক্ত খেলায় সভাপতিত্ব করেন সহ-সাংগঠনিক বগুড়া জেলা বিএনপি, সাধারণ সম্পাদক গাবতলী উপজেলা বিএনপি ও সভাপতি গাবতলী উপজেলা মহিলা দল মোছাঃ সুরাইয়া জেরিন রনি,উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ-সভাপতি বগুড়া জেলা বিএনপি ও সভাপতি গাবতলী উপজেলা বিএনপি জনাব মোরশেদ মিল্টন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায় গাবতলী উপজেলা যুবদল,মোঃরুহুল হাসান রুহিন,ভারপ্রাপ্ত সভাপতি গাবতলী উপজেলা ছাত্রদল আহসান নাজমুল ডিটল, সভাপতি পুরৌ ছাত্রদল জাকিরুল ইসলাম লুকু, আয়োজনে মেহেদী হাসান সহ বাইগুলি লিজেন্ট অফ নিউ ইয়ং স্টার ক্লাব গাবতলী বগুড়া সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।