1. live@www.kpcnewsmedialimited.online : News_AdMIN : KPC news media Limited KPC news media Limited
  2. info@www.kpcnewsmedialimited.online : KPC NEWS Media Limited :
শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ০৩:৫৩ অপরাহ্ন

ড: ইউনুস কে ৫ বছর থাকা উচিত, তাহলে লাঠির মত সোজা হবে দেশ : মো:পাপ্পু চৌধুরী

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ৫ বার পড়া হয়েছে

ড: ইউনুস কে ৫ বছর থাকা উচিত, তাহলে লাঠির মত সোজা হবে দেশ:মো:পাপ্পু চৌধুরী

মীর খলিলুল্লাহ খলিল : দীর্ঘ ১৬-১৭ বছর যেভাবে অন্যায় দুর্অনীতি ও অত্যাচারের মাধ্যমে বাংলাদেশকে ফকির করে বিদেশের মাটিতে একের পর এক ব্যাংকে এবং লকারে টাকা, বিদেশের মাটিতে বহুতল ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট ক্রয় করে, বিগত বাংলাদেশের প্রতিটি নেতাকর্মীরা যেভাবে তাদের স্ত্রী পুত্র কন্যাকে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পরিয়ে ও বিভিন্ন মার্কেট ও শপিং মল গুলোতে দোকান বরাদ্দ নিয়ে, টাকা উপার্জন করে যাচ্ছেন, ডক্টর ইউনুস অতি সুবিচক্ষণ এর মাধ্যমে সেগুলোকে ফিরিয়ে আনার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, রাষ্ট্রীয় কোষাগার যেখানে খালির পথে সেখানে তিনি বৈদেশিক মুদ্রা, প্রবাসীদের রেভিডেন্সের হক আদায়ের জন্য একের পর এক নিশ্চিন্তে কাজ করে যাচ্ছেন, আওয়ামী লীগ সরকারের প্রত্যেকটি পলাতক আসামিদের খোঁজখবর নিয়ে জানা গেছে যে, তারা আজও বাংলাদেশ থেকে টাকা পাচার করে যাচ্ছে নিরবে নিভৃতে, তাদের সম্পদের পরিমাণ এতটাই বেশি যে, আজ পর্যন্ত তার কোন হিসাব কেউ দেখাতে পারেনি, টুকটাক যেগুলা ধরা পড়ছে শুধুমাত্র সেগুলো জনগণের সামনে দুদক উপস্থাপন করছেন, ইউনুস সাহেব চেষ্টা করছেন যেন সেগুলো পুনরুদ্ধার করে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ পূর্ন চাই পূর্ণ তাই ভরা থাকে, পাশাপাশি তিনি আরও চেষ্টা করছেন প্রত্যেকটি সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে যারা চিহ্নিত আওয়ামী লীগের কর্মচারী কর্মকর্তা সচিব আছেন তাদেরকে নিষ্ক্রিয় করতে, কারণ তিনি ও বাংলাদেশের মানুষ জানে আওয়ামী লীগ চলে গেছে কিন্তু তাদের রক্তের কিছু মানুষ বিশেষ করে মীরজাফর লেবেলের কিছু লোকজন আজও রয়ে গেছে এই বাংলাদেশে, আজ আওয়ামী লীগের লোকজনের মুখে শোনা যায় এই সরকার চলে যাওয়ার পর মজা দেখাবো সকল বিএনপি নেতাকর্মীদের, মজা দেখাবো জামাতে ইসলামী,শিবির সহ বিএনপিকে যারা সাপোর্ট দিচ্ছেন তাদের সকলকে দেখে নিবেন, এ ধরনের ধমকা দমকি আসলে কতটা গ্রহণ যোগ্যতা কতটুকু বাড়িয়েছে আওয়ামী লীগের!লোকজনদের তা বোধগম্য নয়, বাংলাদেশের বেশিরভাগ রাজনীতির প্রটোকলে যারা অবস্থান করছেন,তাদের বেশিরভাগ লোকজনের গর্ব ও অহংকার এতটাই বেড়ে গেছে যে, তারা প্রবীণ নেতা রাজনৈতিক ব্যক্তিবর্গ ও নেতাদেরকে তুচ্ছ মনে করে whatsapp-imo-facebook-instagram এমনকি tikto কে ও অতীতের সিনিয়র রাজনৈতিক নেতাদের এবং বর্তমান নেতাদেরকে নিয়ে পার্শ্ববর্তী দেশগুলোর রাজনৈতিক ব্যক্তিদের সাথে জুড়ে দিয়ে উলটপালট ভিডিও বানাচ্ছেন তাদের সাবধান করে দেওয়া হচ্ছে যে,মানুষকে ঘৃণা করার আগে আপনি আপনার বিচার করুন আপনাকে কতজন ঘৃণা করে, আপনাকে নিয়ে কেউ এই ধরনের ভিডিও বানালে আপনার কেমন লাগতো ? ডক্টর ইউনুসের আরও পাঁচ বছর এই বাংলাদেশের দায়িত্ব পালন যদি করেন তাহলে আশা করা সম্ভব দেশ সকল প্রতিকূলতা ও অনৈতিক কর্মকান্ড বন্ধ করে , সিঙ্গাপুরের মত একটি উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশকে পরিচয় করিয়ে দিতে পারবেন বলে বাংলাদেশের জনগণ ও আমি আশাবাদী, প্রশাসন যেভাবে বর্তমানে আওয়ামী লীগের দালালি করে যাচ্ছে তা প্রতিটি থানার ওসি দের দেখলে বোঝা সম্ভব, কারণ তারা ট্রিপল নাইন ছাড়া কোথাও যায়না, সাধারণ জনগণের সেবার নামে তারা থানায় বসে বসে মামলা কৃত আওয়ামী লীগের লোকজনদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে হাই হ্যালো করে নম্বর সংগ্রহ করে, নিজেদের আখের গুছিয়ে নিচ্ছেন, এরকম একাধিক প্রমাণ রয়েছে প্রত্যেকটি থানার বর্তমান প্রশাসনিক কর্মকর্তাদের বিরুদ্ধে, তাদের কলার লিস্ট চেক করলেই পাওয়া যাবে, তারা কখন কাদের সাথে কি কথা বলেছেন এবং কি লেনদেন হয়েছে, যার ফলে আওয়ামী লীগের অনেক লোকজনের মুখে শোনা যায় যে পুলিশ আমাদের ঘন্টা করবে আইনকে পয়সা দিয়ে তারপরে এলাকায় ঘুরছি, মাদকের ব্যবসা করছি, টাকা দিয়ে তারপড়ে ঘোরাঘুরি করছি টাকা তুলতে হবে তো ভাই, এরকম বহু প্রমাণ আজ প্রমাণিত, এলাকায় ঘুরে দেখতে পাওয়া যায় যে বহু আওয়ামীলীগ- যুবলীগ- ছাত্রলীগ-স্বেচ্ছাসেবক লীগের লোকজন নিশ্চিন্তে নির্ভীক নিয়ে গড়াগড়ি করছে অথচ তারা কোর্টেও থানায় একাধিক মামলার আসামি, বিষয়গুলো খতিয়ে দেখছে বর্তমান ডক্টর ইউনুস সাহেব এর ইন্টেলিজেন্ট অফিসারগণ,অতএব যারা বলছেন যে আওয়ামী লীগ আসলে দেখে নিবেন মেরে ফেলবেন খুন করবেন তারা সাবধান হয়ে যাবেন, এটি একটি সতর্ক বার্তা, প্রশাসনের উচিত বর্তমানে বসে না থেকে যারা সত্যি কারের পুলিশের চাকরি নিয়েছেন হারাম টাকা না দিয়ে নিজের যোগ্যতায় ও সৎভাবে তাদেরকে অনুরোধ করে বলবো আপনারা এলাকায় এলাকায় আওয়ামী লীগের লোকজনের দুর্নীতি ও মাদক,নারী এবং অস্ত্র ব্যবসা বন্ধ করুন, নইলে ঘরে ঘরে গৃহযুদ্ধ থেকে শুরু করে বিরাট আকারের দেশের যুদ্ধ শুরু হবে, আর এর জন্য দায়ী থাকবেন ডক্টর ইউনুস নয় বর্তমান প্রশাসন?
চলমান

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট