
কালিয়াকৈরে অচেতন অবস্থায় উদ্ধার স্কুলছাত্রী, এলাকায় চাঞ্চল্য
সজিব হোসেন, গাজীপুর
স্টাফ রিপোর্টার
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ভান্নারা এলাকায় শনিবার দুপুরে সড়কের পাশ থেকে অচেতন অবস্থায় এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে স্থানীয়রা। উদ্ধারকৃত ওই কিশোরীর নাম প্রাথমিকভাবে সাথী বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে হঠাৎ সড়কের পাশে একটি কিশোরীকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে কয়েকজন সাহসী মহিলা মিলে তাকে উদ্ধার করে কাছাকাছি একটি দোকানে নিয়ে পানি পান করান এবং তার পরিবারের খোঁজ জানতে চান। কিছুটা জ্ঞান ফেরার পর মেয়েটি জানায়, সে সপ্তম শ্রেণিতে পড়ে এবং তাকে কোনো এক বাজার থেকে জোর করে তুলে আনা হয়েছে। তবে এর বাইরে আর কোনো তথ্য দিতে পারেনি।
খবর পেয়ে মৌচাক পুলিশ ফাঁড়ির একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কিশোরীটিকে তাদের তত্ত্বাবধানে নেয়। এসময় পুলিশ তার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করে।
পুলিশের এক কর্মকর্তা জানান, “আমরা মেয়েটির পরিবারকে খুঁজে বের করার চেষ্টা করছি। পাশাপাশি কীভাবে এবং কোথা থেকে তাকে এখানে আনা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাটি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি এবং প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেয়া হবে।”
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ব্যাপক উদ্বেগের সৃষ্টি হয়েছে। তারা দ্রুত মেয়েটির পরিবারের খোঁজ পেতে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।
যদি কেউ মেয়েটিকে চিনে থাকেন বা তার পরিবারের খোঁজ জানেন, তবে দ্রুত মৌচাক পুলিশ ফাঁড়ি অথবা ০১৯৭৭৪৬৩৫৬২ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
বর্তমানে কিশোরী সাথী মৌচাক পুলিশ ফাঁড়ির তত্ত্বাবধানে রয়েছে এবং তাকে চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করা হচ্ছে।