1. live@www.kpcnewsmedialimited.online : News_AdMIN : KPC news media Limited KPC news media Limited
  2. info@www.kpcnewsmedialimited.online : KPC NEWS Media Limited :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৭:০৩ অপরাহ্ন

বাগজানার পুজামন্ডব পাহাড়া দিচ্ছেন বিএনপি কর্মীরা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ৪৬ বার পড়া হয়েছে

বাগজানার পুজামন্ডব পাহাড়া দিচ্ছেন বিএনপি কর্মীরা

জয়পুরহাটের পাঁচবিবির সীমান্তবর্তী বাগজানা ইউনিয়নের সকল পুজামন্ডব পরিদর্শন করেন জেলা উপজেলা ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। রবিবার সন্ধ্যায় সোনাপুর, চক সমশের, পূর্ব-রামচন্দ্রপুর ও বাগজানা শারদীয় দুর্গাপূজার মন্দির পরিদর্শন করেন। এসময় মন্দির কমিটির সদস্য, মন্ডবে উপস্থিত নারী-পুরুষ ভক্ত সহ সকলের সঙ্গে কুশল বিনিময় সার্বিক পরিস্থিতির খোঁজ খবর নেয় বিএনপি’র নেতারা।

বাগজানা ইউনিয়ন বিএনপির সভাপতি ও পরিষদের চেয়ারম্যান মোঃ নাজমুল হকের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক সাবেক ছাত্রনেতা মোঃ গোলজার হোসেন। বাগজানা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আঃ রাজ্জাক রাজু মাষ্টারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিষেশ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ও জয়পুরহাট-১ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মোঃ মাসুদ রানা প্রধান।

এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আবু তাহের,, জেলা কৃষক দলের সদস্য সচিব মোঃ মঞ্জুরে মওলা পলাশ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আলমগীর হোসেন, বাগজানা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আঃ লতিফ মন্ডল, যুগ্ম সম্পাদক ও রামচন্দ্রপুর মন্দির কমিটির সাধারণ সম্পাদক নির্মল চন্দ্র সরকার, ধরঞ্জী ইউনিয়ন বিএনপি’র সম্পাদক মোঃ সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মোঃ মাহফুজার রহমান, থানা ছাত্রদলের সভাপতি ফয়সাল হোসেন আপেল, সদস্য সচিব এসএম নাহিদ হাসান, পৌর ছাত্রদলের আহ্বায়ক রাফিউল ইসলাম রকি, মহিপুর কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ ইমানুর রহমান, বাগজানা ইউনিয়ন যুবদল নেতা মোঃ হযরত আলী, মোঃ দবির হোসেন, মোঃ সাদ্দাম হোসেন।

পূজামন্ডব গুলো পরিদর্শনকালে জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ বলেন, আপনাদের পূজা উৎসব পালনে কোন অপশক্তি যেন অঘটন বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে এজন্য আমরা বিএনপি নেতাকর্মীরা সর্বদা সজাগ ও সতর্কবস্তায় আছি। তাঁরা আরো বলেন, আপনাদের পাশে থাকতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদেরকে নির্দেশ দিয়েছেন। এসময় পুজা কমিটির মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয় দলের পক্ষ থেকে।

আকতার হোসেন বকুল

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট