
রামপুরায় ট্রাফিক পুলিশের বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ
স্টাফ রিপোর্টার
রাজধানীর রামপুরা এলাকায় দায়িত্বে থাকা এক ট্রাফিক পুলিশ সদস্যের বিরুদ্ধে ঘুষ নেওয়া ও নির্দিষ্টভাবে বাইকারদের হয়রানির অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, ট্রাফিক পুলিশ কনস্টেবল ইসরাক দায়িত্ব পালনকালে বিশেষ করে পাঠাওসহ বাইকারদের টার্গেট করেন এবং সামান্য কারণে মামলা দিয়ে থাকেন।
বাইকারদের অভিযোগ
ভুক্তভোগী এক বাইকার বলেন,
“রাস্তা দিয়ে স্বাভাবিকভাবে যাচ্ছিলাম, কোনো নিয়ম ভাঙিনি। তবুও আমাকে সিগন্যাল দিয়ে দাঁড় করানো হয়। এরপর হয় টাকা দিতে হবে, নাহলে মামলা—এই চাপ দেওয়া হয়।”
আরেকজন জানান,
“আমাদের সামান্য কাগজপত্রের ঘাটতি পেলেই মামলা করা হয়, কিন্তু রাস্তায় ফিটনেসবিহীন গাড়ি, ব্যাটারিচালিত অবৈধ অটোরিকশা বা সিএনজি অবাধে চলাচল করলেও সেদিকে নজর নেই।”
বৈষম্যমূলক আইন প্রয়োগের অভিযোগ
সাধারণ মানুষের অভিযোগ, ট্রাফিক পুলিশের দায়িত্ব হলো সমানভাবে আইন প্রয়োগ করা। কিন্তু ইসরাক নামের এই সদস্য শুধু বাইকারদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেন, অথচ অন্যান্য অনিয়মের ব্যাপারে চোখ বুজে থাকেন।
বিশেষজ্ঞ মত
আইন বিশেষজ্ঞদের মতে, কোনো পুলিশ সদস্য যদি ঘুষ গ্রহণ বা বৈষম্যমূলকভাবে আইন প্রয়োগ করেন, তবে তা গুরুতর অপরাধ হিসেবে গণ্য হবে। এ ধরনের কার্যকলাপের ফলে সাধারণ মানুষের মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আস্থা নষ্ট হয়।
তদন্ত দাবি
এ ঘটনায় স্থানীয়রা কর্তৃপক্ষের কাছে সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।