
বাংলাদেশ জাতীয়তাবাদী লেখক কাউন্সিল নভেম্বর ২০২৫-এ
প্রকাশ করবে নির্যাতিত লেখকদের ঐতিহাসিক সাক্ষ্যগ্রন্থ
হাকিকুল ইসলাম খোকন,
বাংলাদেশ জাতীয়তাবাদী লেখক পরিষদ (BNWC) ঘোষণা করেছে যে তারা নভেম্বর ২০২৫-এ একটি ঐতিহাসিক গ্রন্থ প্রকাশ করতে যাচ্ছে, যেখানে ২০০৮ থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সময়কালে তৎকালীন শেখ হাসিনার শাসনামলে কবি, সাহিত্যিক, সাংবাদিক ও বুদ্ধিজীবীদের উপর সংঘটিত নির্যাতন, দমন, হয়রানি, কারাবাস ও হত্যার ঘটনাবলী প্রামাণ্যভাবে উপস্থাপিত হবে।
এই গ্রন্থ হবে একটি ঐতিহাসিক সাক্ষ্য এবং প্রমাণভিত্তিক দলিল, যা ওই সময়ে ভিন্নমতের কণ্ঠস্বর দমনে পরিচালিত পরিকল্পিত নিপীড়নের নথি হিসেবে কাজ করবে। আন্তর্জাতিক লেখক সমাজ, মানবাধিকার সংগঠন এবং মতপ্রকাশের স্বাধীনতার পক্ষের সংগ্রামীদের কাছে বাংলাদেশের বুদ্ধিজীবীরা কীভাবে রাষ্ট্রীয় দমননীতির শিকার হয়েছিলেন—এই বই তার একটি অকাট্য প্রমাণ হিসেবে উপস্থাপিত হবে।
👉 যারা এই সময়ে নির্যাতনের শিকার হয়েছেন, বিশেষ করে লেখালেখির কারণে যারা নির্যাতন, হামলা, পেশাগত হয়রানি, কারাবাস বা প্রাণনাশের হুমকি পেয়েছেন, তাদের প্রতি আহ্বান জানানো হচ্ছে—নিজেদের লেখা, ব্যক্তিগত সাক্ষ্য এবং প্রমাণ আমাদের কাছে পাঠানোর জন্য।
📧 প্রেরণের ঠিকানা: bnwp2025@hotmail.com,সম্পাদনা পরিষদ
কবি ও মুক্তিযোদ্ধা ড. মাহবুব হাসান,
লেখক ও গবেষক ড. মুস্তাফা মাজিদ,
অধ্যাপক ও লেখক ড. ফরিদউদ্দিন আহমেদ,
কবি ও ডক্টরাল গবেষক আবু জুবায়ের,
কবি ও এক্টিভিস্ট আমিনুল ইসলাম মামুন
লেখক ও ব্লগার ফাসিউল আলম,
যোগাযোগ:
বাংলাদেশ জাতীয়তাবাদী লেখক পরিষদ
📧 ইমেইল: bnwp2025@hotmail.com—-Bangladesh Nationalist Writers Council to Publish Historic Testimony of Persecuted Writers in November 2025
Hakikul Islam Khokan,Bapsnews:— The Bangladesh Nationalist Writers Council (BNWC) has announced the forthcoming publication of a landmark book in November 2025, documenting the torture, suppression, harassment, imprisonment, and killings of writers, poets, journalists, and intellectuals between 2008 and August 5, 2024, under the then Hasina fascist regime.
This book will serve as a historic testimony and evidentiary record of the systematic persecution of voices of dissent during this period. It is intended for the international community of writers, human rights organizations, and defenders of freedom of expression to understand the scale of state-sponsored repression faced by Bangladeshi intellectuals.The Council is inviting contributions from victims of persecution. Those who have suffered torture, attacks, professional harassment, imprisonment, or threats due to their writings are requested to submit their testimonies, writings, and supporting evidence.
📧 Submissions can be sent to: bnwp2025@hotmail.com
Editorial Board
Poet and Freedom Fighter Dr. Mahboob Hasan,
Writer and Researcher Dr. Mustafa Majib,
Professor and writer Dr. Fariduddin Ahmed,
Poet and Doctoral Researcher Abu Zubier,
Poet and Activist Aminul Islam Mamun,
Writer and Blogger Fasiul Alam,
Contact:
Bangladesh Nationalist Writers Council
📧 Email: bnwp2025@hotmail.com