
সাংবাদকি আসাদুল ইসলামরে উপর হামলার প্রতিবাদে পুরান ঢাকা রির্পোটাস ইউনিটির প্রতিবাদ সভা
সাংবাদকি আসাদুল ইসলামরে উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে পুরান ঢাকা রির্পোটাস ইউনটিরি উদ্যোগে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। আজ শুক্রবার সন্ধ্যা ৭ টায় রাজধানীর পুরান ঢাকার লোহারপুল জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্র নাট্টমঞ্চে অনুষ্ঠতিl
এ সভায় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স গণমাধ্যমরে সাংবাদিকরা অংশগ্রহণ করনে।
প্রতিবাদ সভায় বক্তারা বলনে, সাংবাদিকদরে উপর হামলা গণতন্ত্র ও সংবাদপত্ররে স্বাধীনতার উপর সরাসরি আঘাত। তারা দোষীদরে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করনে। একইসাথে সাংবাদিকদরে নিরাপত্তা নিশ্চিত করতে সরকাররে প্রতি আহ্বান জানান।
জানা যায় গত কয়েকদিন আগে একটি পরিবারের মধ্যে চাচা এবং ভাতিজা পারিবারিক বিষয়ে ঝগড়া বিবাদ সৃষ্টি হয় তখন এই ঝগড়ায় মীমাংসার জন্য সাংবাদিককে অবগত করা হয়। তখন প্রতিপক্ষ এক পর্যায়ে সাংবাদিকের পরিচয় পেয়ে সাংবাদিকের উপরে চড়াও হয় এবং সাংবাদিকের গায়ে হাত তোলে ও আহত করা হয় বিষয়টি সূত্রাপুর থানা অফিসার ইনচার্জ সাইফুল ইসলামকে জানালে সাইফুল ইসলাম এই বিরুদ্ধে একটি মামলা নেয়। পরের দিন সকালে আসামী ছাড়া পেয়ে পেয়ে যায়
এ সময় এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন এ্যাডভোকেট মোঃ পিকে আব্দুর রব, ,দৈনিক স্বাধীন কন্ঠ সম্পাদক ও প্রকাশক ওমর মোতালেব টিটু, পুরান ঢাকা প্রেসক্লাবের সভাপতি ও যমুনা টিভি রিপোর্টার সুব্রত দাস রণক, পুুরান ঢাকা প্রেসক্লাবে সিনিয়র সহ-সভাপতি শাহমোয়াজ্জে হোসেন, চাঁদনী মিডিয়া গ্রুপ লিমিডেডের চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম, পুরান ঢাকা রির্পোটাস ইউনটিরি মুখপাত্র দেবাশীষ মজুমদার, পুরান ঢাকা রির্পোটাস ইউনটিরি তত্বাবধায়ক অসীত চক্রবর্তী। দৈনিক সকালের সময় রিপোর্টার মোঃ রনি, বিল্লাল হোসেন ও প্রিয়া চৌধুরী
সভায় আরও উপস্থতি ছলিনে বিভিন্ন টেলেভিশিন ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিরা। বক্তারা ঐক্যবদ্ধভাবে ঘোষণা দেন ২ দিনের মধ্যে আসামী কে গ্রেফতার না করলে সাংবাদিকের উপর হামলার বিরুদ্ধে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে জানান উপস্থিত গণমাধ্যম কর্মীগণ