
সামনে আসবে শুভ দিন, খালেদা জিয়া ও তারেক রহমানের সালাম নিন- ধানের শীষে ভোট দিন : সাজ্জাদ হোসেন রতন
মো:পাপ্পু চৌধুরী – ৭৪ নং ওয়ার্ডের বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব সাবেক ঢাকা মহানগর দক্ষিণের যুবদল নেতা,অসহায়দের পাশে দাঁড়ানোর একমাত্র বলিষ্ঠ কণ্ঠস্বর ও অন্যায়ের তীব্র প্রতিবাদকারী, জননেতা মির্জা আব্বাস ও বিশিষ্ট সমাজসেবক রাজনীতিবিদ মির্জা খোকনের নয়ন মনি এবং ঢাকা মহানগর নেতা হাবিবুর রশিদ হাবিব ভাইয়ের স্নেহভাজন ব্যক্তি -৭৪ নং ওয়ার্ডের ও খিলগাঁও থানাধীন সকল তরুনদের “আইডল” হিসেবে খ্যাত মো: সাজ্জাদ হোসেন রতন সম্প্রতি বেগম খালেদা জিয়ার রোগমুক্তির কামনা চেয়ে সমগ্র বাংলাদেশের জাতি ধর্ম-বর্ণ নির্বিশেষে আবেদন জানিয়েছেন, আল্লাহ যেন তাকে দ্রুত রোগমুক্তি করে তার সন্তান ও পরিবারের কাছে তথা বাংলাদেশের সমগ্র জনগণের হৃদয়ে ফিরিয়ে দেন এটাই তার প্রত্যাশা,জাতীয় সংসদের (আসন ৮) এলাকায় সম্প্রতি বিশাল আকারের রেলি নিয়ে সমাবেশ শেষে, তিনি সাংবাদিকদের উপস্থিতিতে বক্তব্যে জানান যে, আমাদের মন-মানসিকতা ভালো নেই ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমাদের আজ জননেতা মির্জা আব্বাস এর নির্বাচনী প্রচারণার রেলি করতে হলো, জানিনা আরো কতদূর আমাদের এগিয়ে যেতে হবে কতবার আল্লাহ আমাদের আর পরীক্ষা নেবেন, আমাদের তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতা আমাদের সকলকেই একেবারেই ভেঙে দিয়েছে, আমাদের মা অসুস্থ তাই আমরা মনে করি সন্তান হিসেবে আমরা আল্লাহ তালার কাছে আবেদন জানাই তিনি যেন দ্রুত তাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন এবং তার হাসিমাখা মুখ দেখে আমরা যেন আবার সজীব হয়ে মাঠে নেমে প্রাণোচ্ছলভাবে ধানের শীষের পক্ষে নিরলস ভাবে নির্বাচনী প্রচারণা চালিয়ে যেতে পারি , এবং আমাদের সমাজটাকে সম্পূর্ণরূপে বদলে নতুনভাবে দেশের ও পরিবেশের পরিবর্তন করে জনগণের পাশে নিয়মিত ভাবে নিরলস প্রচেষ্টার মাধ্যমে দেশ ও দশের উপকারে আসতে পারি এ প্রার্থনাই থাকবে আপনাদের প্রতি, বর্তমানে আমাদের কারোই মানসিক অবস্থা ভালো না দোয়া করবেন, সমগ্র বাংলাদেশের কোটি কোটি জনতার নিকট আমাদের দোয়ার দরখাস্ত পৌঁছে দেওয়ার জন্য সকল সাংবাদিক ও ভাই-বোনদের নিকট আবেদন জানাচ্ছি, স্বাধীনতার ঘোষক জিয়া,নেত্রী মোদের খালেদা জিয়া এই সত্যতা নিয়েই এগিয়ে যেতে চাই তাদের নীতি ও আদর্শ মালা বুকে রেখে মরতে চাই ,মৃত্যুর শেষ কেন্দ্রবিন্দু পর্যন্ত জনগণ ও জনতার পাশে ছিলাম /থাকবো ,আজীবন এটাই প্রত্যাশা ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করেছি,প্রয়োজনে দেশের জন্য সন্ত্রাস ও দুর্নীতিবাজদের উৎখাত করতে বিন্দুমাত্র পিছ পা হবো না সকলে আমার জন্য দোয়া করবেন আপনারা ভালো থাকবেন এ প্রত্যাশায় আমি সাজ্জাদ হোসেন রতন ধানের শীষে ভোট চেয়ে এবং আপনার আশীর্বাদ নিয়ে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি , শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জিন্দাবাদ,বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ. ধন্যবাদ সকলকে.